পান্ডুলিপি

লিখেছেন লিখেছেন মোঃ সালাউদ্দিন ১০ সেপ্টেম্বর, ২০১৩, ০১:০৫:২৯ দুপুর

কবি আমি

লিখতে হবে পান্ডলিপি

কবি আমি

জানতে হবে সত্য গিতি

কবি আমি

সত্য ন্যয় রিতি

দুচোখ ভরা দূষ্টি

কবি আমি

কষ্টকে করতে হবে

দূর ভ্যান্তি

কবি আমি

অগান্ত এই পৃথিবিকে

বানাতে হবে শান্তবীর

কবি আমি

কখন সোনাবো

ভোরের বানী

কবি আমি

কর্ম আমার মধুর বাণী

লিখবো আমি

কবি আমি

গান আর কবিতা গল্প

দিয়ে

সমাজ বদলের কাহিনি

কবি আমি

বলবো আল কুরআন

সত্য ধন্ধি

কবি আমি

কথা আমার লিখতে হবে

ভাষা আমার বলতে হবে

মুক্ত আমার সোনার দেশ

মুক্ক আমার মায়ের ভাষা

লাল সবুজের পতেকা

আর নয় কাঁন্না আর নয়

ব্যাথা ভরা মন

করতে হবে সুখের সন্ধান

বিষয়: বিবিধ

১৩০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File