পানি! তুমি কোত্থেকে আসলে??

লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ১৮ জুলাই, ২০১৪, ০২:৪৩:১০ রাত



"তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?"

[সূরা আল ওয়াকিয়াহ্‌- আয়াত ৬৮-৭০]


রমাদানে আমরা যখন রোজা থাকি তখন খিদা টা একভাবে ইগনোর করে যাওয়া গেলেও পানির তৃষ্ণা টা একবার পেয়ে বসলেই হয়েছে, তাই না বলেন !!

পানি- এক আশ্চর্য্য তরল!! পৃথিবীর কোন জুস, কোন সফ্‌ট ড্রিংক, হার্ড ড্রিংক- এই পানির জায়গা নিতে পারবে না!! যখন পানির তৃষ্ণা ধরে, একমাত্র 'পানি'ই সেটা ছাড়াতে পারবে !

মুহুর্তে মুহুর্তে যে সুপেয় পানি ডক্‌ডক্‌ করে গিলে যাচ্ছি, নিমেষেই তৃষ্ণা মিটিয়ে তৃপ্তি পাচ্ছি- কখনো আসলে ভাবার প্রয়োজন পরে না যে, সেই পানিটা কোত্থেকে আসলো?

আমি-আপনি মেঘ থেকে সেটা নামিয়ে আনলাম নাকি আল্লাহ্‌ রাব্বুল আ'লামীন বর্ষণ করেছেন? তিনি কি চাইলেই পানি টা লোনা করতে পারতেন না ?

তিনি কি সেটা করেছেন?-নাহ্‌ !

সুপেয় মিষ্ট স্বাদ-যুক্ত করে একেবারে আমার সামনে গ্লাসে করে পাঠিয়ে দিলেন... সুবহানআল্লাহ্‌ !!

এখন পর্যন্ত যে পরিমাণ পানি পান করে তৃপ্তি পেয়েছি- জীবনে তার কতটুকু শুকরিয়া আদায় করেছি ??আসলে কোনদিন কি শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব ?

একটা পানির কথা চিন্তা করতেই এ অবস্থা, কত-শত-কোটি- সহস্র আল্লাহ্‌-র নিয়ামত প্রতি মুহুর্তে ভোগ করেই যাচ্ছি তো করেই যাচ্ছি ... চিন্তা করেছি কখনো ? শুকরিয়া-ই বা তার করেছি কতটুকু ?

সৃষ্টির সাথে অকৃতজ্ঞতা আমাদের বিবেকের কাছে কত বড় অপরাধ হয়ে ঠেকে, তাহলে যিনি কি না স্রষ্টা- তাঁর প্রতি, যিনি কি না আকাশ ও পৃথিবীর মালিক সেই আল্লাহ্‌-র প্রতি অকৃতজ্ঞতা কেমন অপরাধ হবে??

চিন্তার বিষয় আছে ! ব্যাপক চিন্তার বিষয় আছে ...



বিষয়: বিবিধ

১৩৪৯ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245621
১৮ জুলাই ২০১৪ রাত ০৩:১৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ জুলাই ২০১৪ রাত ০২:৩৪
191388
শারিন সফি অদ্রিতা লিখেছেন : লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে শুকরিয়া! )
245632
১৮ জুলাই ২০১৪ রাত ০৪:০৫
ভিশু লিখেছেন : দারুণ লিখেছেন! কুরআন এবং মহান আল্লাহর অপার-অসীম নিয়ামতগুলো নিয়ে ভাবতে টিপিক্যাল হেড-স্ক্র্যাচিং লেখা...মাশাআল্লাহ...Praying স্টাইল দেখে দৃঢ় বিশ্বাস হয় যে, আপনি অনেকদূর যাবেন, ইনশাআল্লাহ... Happy Good Luck Day Dreaming Rose
২১ জুলাই ২০১৪ রাত ০২:৩৪
191389
শারিন সফি অদ্রিতা লিখেছেন : অনেক দূর যাওয়া বাকি এখনো! ফী আমানিল্লাহ্‌! লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে শুকরিয়া! )
245635
১৮ জুলাই ২০১৪ রাত ০৪:১০
মোঃমাছুম বিল্লাহ লিখেছেন : ধন্যবাদ
২১ জুলাই ২০১৪ রাত ০২:৩৫
191390
শারিন সফি অদ্রিতা লিখেছেন : লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে শুকরিয়া! )
245644
১৮ জুলাই ২০১৪ রাত ০৪:২৮
সাদিয়া মুকিম লিখেছেন : পানির নিয়ামত সম্পর্কেও আমাদের জিজ্ঞাসা করা হবে! আমরা যেন এই নিয়ামতের হক আদায় করে চলতে পারি! শুকরিয়া Good Luck Rose
২১ জুলাই ২০১৪ রাত ০২:৩৫
191391
শারিন সফি অদ্রিতা লিখেছেন : আল্লহুম্মা আমীন! অসংখ্য শুকরিয়া আমার শ্রদ্ধেয়া আপুজি কে লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে ও সুন্দর দুয়াটিতে সবাইকে শামিল করে নিবার জন্যে! জাঝাকিল্লাহ খইর!
245646
১৮ জুলাই ২০১৪ রাত ০৪:৩৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম আপুনি। আসলেই আল্লাহ্‌ পাকের অফুরান নেয়ামতের কথা স্মরণে এলে মাথা খারাপ হয়ে যায়। অনেক মূল্যবান ও গুরুত্বপূর্ণ পোষ্টির জন্য অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।
২১ জুলাই ২০১৪ রাত ০২:৩৬
191392
শারিন সফি অদ্রিতা লিখেছেন : ওয়াআলাইকুমআসসালাম ওয়ারহমাতুল্লহ! ঠিক বোন,"অতএব, তোমরা আল্লাহর কোন নেয়ামতটি অঅস্বীকার করবে?"!
লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে অনেক অনেক শুকরিয়া! )Good Luck
245659
১৮ জুলাই ২০১৪ সকাল ০৫:৫৪
শেখের পোলা লিখেছেন : "অতএব, তোমরা আল্লাহর কোন নেয়ামতটি অঅস্বীকার করবে?"ধন্যবাদ৷
২১ জুলাই ২০১৪ রাত ০২:৩৬
191393
শারিন সফি অদ্রিতা লিখেছেন : লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে শুকরিয়া! )
245689
১৮ জুলাই ২০১৪ সকাল ১০:০২
গ্রামের পথে পথে লিখেছেন : বৃষ্টির পানিকে উনি লোনা কেববেন ক্যামনে?
১৮ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩২
190849
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : খুবই সহজ ব্যাপার। আপনার মতো একটা পাঁঠা পাঠিয়ে দিবেন। সে তখন কুত্তার মতো ঠ্যাং তুলে কাজ সারবে। আর এতে করেই বৃষ্টির পানি লোনা হয়ে যাবে।

আরে বলদ কোথাকার! যিনি আপনার মতো পাঁঠা এত বড় অপরাধ করার পরও কোনো শাস্তি না দিয়ে অপেক্ষা করছেন আপনার বোধদয় হয় কিনা দেখার জন্য, তাঁর কাছে এটা কোনো ব্যাপার?
২১ জুলাই ২০১৪ রাত ০২:৪৬
191394
শারিন সফি অদ্রিতা লিখেছেন : ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত,

"মু'মিন খোঁটা দানকারী, অভিশাপকারী, নির্লজ্জ ও অশ্লীলভাষী হয় না"

রিয়াদ উস-স্বলেহীন: ৫/১৫৬৩
তিরমিযী ১৯৭৭, আহমাদ ৩৮২৯, ৩৯৩৮।
245732
১৮ জুলাই ২০১৪ দুপুর ০১:৩৮
আফরা লিখেছেন : হে আল্লাহ আপনি আমাদের শুকুরকারী বান্দাদের শামিল করে নেন ।আমীন ।
২১ জুলাই ২০১৪ রাত ০২:৪৬
191395
শারিন সফি অদ্রিতা লিখেছেন : আল্লহুম্মা আমীন! অসংখ্য শুকরিয়া আপুজি কে লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে ও সুন্দর দুয়াটি করার জন্যে!
245743
১৮ জুলাই ২০১৪ দুপুর ০১:৫৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আফরা লিখেছেন : হে আল্লাহ আপনি আমাদের শুকুরকারী বান্দাদের শামিল করে নেন ।আমীন । ছুম্মা আমিন!
২১ জুলাই ২০১৪ রাত ০২:৪৭
191396
শারিন সফি অদ্রিতা লিখেছেন : লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে ও সুন্দর দুয়াটি করার জন্যে অসংখ্য শুকরিয়া!
১০
245777
১৮ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৬
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমীন।।
২১ জুলাই ২০১৪ রাত ০২:৪৮
191397
শারিন সফি অদ্রিতা লিখেছেন : লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে ও সুন্দর দুয়াটি করার জন্যে অসংখ্য শুকরিয়া!
১১
245801
১৮ জুলাই ২০১৪ রাত ০৮:০৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহর নিয়ামত বিশাল
২১ জুলাই ২০১৪ রাত ০২:৪৮
191398
শারিন সফি অদ্রিতা লিখেছেন : লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে ও সুন্দর দুয়াটি করার জন্যে অসংখ্য শুকরিয়া!
১২
245805
১৮ জুলাই ২০১৪ রাত ০৮:১২
মোহাম্মদ লোকমান লিখেছেন : সুবহান আল্লাহ্! আল্লাহর বিশাল নিয়ামত রাজির মধ্যে আমরা ডুবে আছি, সে তুলনায় শুকরিয়ার মস্তক অবনত করি কম। আল্লাহ আমাদেরকে তাঁর দ্বীনের উপর অটল থাকার তাওফিক দান করুন।
২১ জুলাই ২০১৪ রাত ০২:৪৮
191399
শারিন সফি অদ্রিতা লিখেছেন : আল্লহুম্মা আমীন! লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে ও সুন্দর দুয়াটি করার জন্যে অসংখ্য শুকরিয়া! করার জন্যে অসংখ্য শুকরিয়া!
১৩
245993
১৯ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৩
ইমরান ভাই লিখেছেন : সুবহানাল্লাহ! আলহামদুলিল্লাহ! আল্লাহু আকবার!
সুরা মুলকের শেসে আরো বিরাট চিন্তার কথা বলা আছে।
আল্লাহ বলেন:
"কোন দিন সকালে যদি দেখ তোমাদের পেয় সব পানি উধাও হয়ে গেছে,তাহলে কে তোমাদেরকে এনে দিবে সুপেয় পানি?"

জাজাকাল্লাহু খায়রান।
২১ জুলাই ২০১৪ রাত ০২:৪৯
191400
শারিন সফি অদ্রিতা লিখেছেন : বারোকাল্লহু ফিক! লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে ও সুন্দর আয়াত টি সংযোজন করার জন্যে অসংখ্য শুকরিয়া!
১৪
246263
২০ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৫
বুড়া মিয়া লিখেছেন : ওয়াক্বিয়াহ – সূরাটাই একটা আলাদা ভাবের; অসাধারণ ছন্দ এ সূরার; ইদানীংকালের আমার মুখস্থ সূরাগুলোর একটা!

মুখস্থ না থাকলে তাড়াতাড়ি করে ফেলেন।
২১ জুলাই ২০১৪ রাত ০২:৪৯
191401
শারিন সফি অদ্রিতা লিখেছেন : লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে ও সুন্দর সাজেশান টি করার জন্যে অসংখ্য শুকরিয়া!
১৫
247649
২৩ জুলাই ২০১৪ রাত ১১:৩৬
মাটিরলাঠি লিখেছেন :
ঢাকা শহরে খাই টেপের ফুটানো পানি। আর বাড়ী আসলে আগে কয়েক জগ পানি টিউবওয়েল থেকে ফেলে তারপর ঠাণ্ডা পানিটা নেই, আর ভাবি আমাদের কত পানি আল্লাহ্‌ দিয়েছেন। আল্লাহ্‌ দয়াময়।

২৪ জুলাই ২০১৪ রাত ০৪:৩৭
192321
শারিন সফি অদ্রিতা লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌! প্রতিটি ফোঁটা তার রহমত!
লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে শুকরিয়া! Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File