অস্ত্রের প্রস্তুতি
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২২ ডিসেম্বর, ২০১৩, ০১:০৫:৪২ রাত
বেঁধেছে যে যুদ্ধ
শেষ নাই তার
অস্ত্রের প্রস্তুতি
নাও যার যার।
হাতে লও অস্ত্র
নামো রাজপথে
হয়তো গাজি না
হয় শহীদ হতে।
মানুষের অধিকার
কেড়ে নেয় যারা
পৃথিবীতে বাঁচবে
কেনই বা তারা।
অস্ত্রের জবাবে
অস্ত্র হাতে চাই
খালি হাতে যুদ্ধের
সময় যে নাই।
নেতা আর নেত্রিরা
বলুক যত মনমন্ত্র
চুড়ান্ত যুদ্ধ ছাড়া
আসবে না গণতন্ত্র।
২১/১২/২০১৩
বিষয়: বিবিধ
১২০৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন