সাধারণ জনগণ সাভাবিক মৃত্যুর গ্যরান্টি চায়
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২২ ডিসেম্বর, ২০১৩, ০১:২৬:৩৪ রাত
কখন কার মৃত্যু হবে তা একমাত্র মহান আল্লহ তায়ালা জানেন।মহান আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ডাক এলে যেমন কেউ রুখতে পারবে না, তেমনি ,খুন ,চুরি , ডাকাতি , গুম, গুপ্তহত্যা, জেল হত্যা, হানাহানি থেকে নিরাপত্তা পাওয়ার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের কাছে সাধারণ মানুষের রয়েছে । আমরা দেখতে পেয়েছিলাম আমাদের দেশে সেই অধিকার দিতে মহাজোট সরকার সম্পূর্ণ ব্যর্থ ছিল , এখন আবার তারাই সর্বদলীয় নাম সরকার ঘটন করে একই অবস্তা । দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন মানুষ বিনা অপরাধে উপরন্তু দেশপ্রেমের কারণে নিজ ধর্ম ইসলাম কে ভালোবাসার কারণে খুন হচ্ছে সরকারের হুকুমের খুনি পুলিশের হাতে নয়তো সরকারের দলীয় কেডারদের হাতে। রাতের অন্ধকারে শুধু নয় দিনদুপুরে পাখির মত খুন করা হচ্ছে দেশের জনসম্পদকে নিজ ঘরে গুম্ন্ত অবস্তায় খুন করা হচ্ছে সরকারের বিরোধী মতের নেতাদের। এসব দেখে মনে হচ্ছে যেন দেশে অঘুষিত গৃহযোদ্ধ চলতেছে। সরকার নির্বাচনের নামে তামাশা শুরু করেছে দেশে ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন ভাগাভাগির কথা বলেন নির্লজ্জ ভাবে একটি গণতান্ত্রিক রাষ্টে। এক দিকে দেশের জনগনকে ঘর ছাড়া করা হচ্ছে সম্বলহীন করা হচ্ছে, অন্যদিকে সরকার প্রধান তামাশা করতেছেন কথার মাধ্যমে। একটি বেসরকারী টেলিভিশনের মালিক হাসিনাকে বলেছিলেন বাচাল আজ তা প্রমান ও হচ্ছে। দেশের জনগনকে যখন খুন করা হচ্ছে সরকারের হুকুমে পুলিশ ও দলীয় কেডার দিযে টিক তখন সরকার প্রধান শেখ হাসিনা কথার যোদ্ধে জয়ী হতে মাঠে নেমেছেন।
আবার অন্য দিকে সন্ত্রাসীদের হাতে প্রায়ই খুন হচ্ছে দেশের সাধারণ মানুষ। সাধারণ মানুষ আজ দিশে হারা রাজনৈতিক অস্তিরতা এক দিকে অন্যদিকে চুরি ডাকাতি খুন খারাবির ভয়ে। দেশের মানুষ আজ সাধারণ মৃত্যুর গ্যরান্টি চায় দুবেলা শান্তিতে খাবারের গ্যরান্টি চায় ,রাতে নিজ ঘরে ঘুমানোর গ্যরান্টি চায়। কিন্তু কে দেবে তাদের এই গ্যরান্টি ?আজ দেশ ব্যাপী উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পরেছে। আহাজরী আর আর্তনাদের দেশে পরিনিত হয়েছে নামধারী স্বাধীন বাংলাদেশ।গতকাল ২১ জানুয়ারী শনিবার সন্ধ্যায় পুরান ঢাকার ওয়ারী থানার গোপীবাগের অভয় দাস লেনের একটি বাসায় একই পরিবারের ৬ জনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে লাশগুলোর গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তাদের সবার মুখেই টেপ লাগানো ছিল। আজ দেশ রক্তের সাগরে বসছে লাশের লাইন দীর্ঘ হচ্ছে।
বিষয়: বিবিধ
১১৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন