মাছি................!!!
লিখেছেন লিখেছেন কাহাফ ২০ অক্টোবর, ২০১৪, ০৭:২১:৩৩ সকাল
রাত ১টা বেজে ১মিনিট,ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠল সাদ হাসান,এ সময়ই দৃষ্টি গেল ঘড়ির কাটায়!০১:০১ মানে একাকিত্ব!
জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা 'একাকিত্ব' অযাচিত ভাবেই নিজের উপস্হিতি কত ভাবেই না জানান দিয়ে যায়! একটা হীম শীতল রক্তের স্রোত শিরদাড়া বেয়ে উঠে উঠে যায়।
একটু আগে হাতে নেয়া চায়ের কাপ টা ঠোটের কাছাকাছি আনতেই 'ডুবন্তএক মাছি' আবিস্কার হয় তাতে।মাছি টাকে পুরো ডুবিয়ে বাহিরে ফেলে দেয়। মরে গেছে ওটা,একটু কি করুণা হয় মাছির প্রতি! আহারে...মরেই গেল! 'জন্মিলে মরিতেই হবে' ।এই অমোঘ বিধান জানার পরেও কেন মানুষ সাময়িক স্বার্থের বৃত্তে ঘুরপাক খায়! নিজেও কি এই বৃত্তের বাহিরে আসতে পেরেছি!
চায়ে চুমুক দেয় সাদ হাসান,মাছি পড়া চায়েই।
মাছি তো অপবিত্র নয়,রোগ-জীবানুর ভয়ও নেই।
"খাবার/পানীয় কিছুতে মাছি পড়ে গেলে পুরা ডুবিয়ে দাও,কেননা মাছির এক পায়ে জীবানু বহন করলেও অপর পায়ে তার প্রতিষেধক রয়েছে।"রাসুলে আরাবী সাঃএর এই বক্তব্যের সাথে স্বাস্হ্যবিদ্যা সহমত ঘোষণা করেছে।
মিষ্টিজাত দ্রব্যাদি সহ যে কোন বস্তুতেই মাছি-পিপড়া ইত্যাদির উপস্হিতি স্বাভাবিক,এতে বস্তু অপবিত্র হওয়ার কোনই সম্ভাবনা নেই
বিষয়: বিবিধ
১৮৫৩ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ডিজিটাল যমানায় এসে পিপড়ারাও ডিজিলাইড্ হয়েগেছে ভাই,তাই চিনির উপর ছেড়ে দিলেও পিপড়া তা খায়না।
ধন্যবাদ শ্রদ্ধেয় বুড়া মিয়া ভাই.....
খুব ভালো লাগলো কাহাফ ভাই।
এভাবে লিখে যান প্রতিদিনই একটি বা দুটি করে।
আমরা অপেক্ষায় রইলাম।
জাজাকাল্লাহু খাইর।
উৎসাহে মোড়ানো আপনার সুন্দর মন্তব্য আমাকে সাহস যোগায় সামনে আগাতে বার বার।
অন্তর থেকেই শুকরিয়া জানাচ্ছি।
চেষ্টা করে যাচ্ছি ইনশা আল্লাহ।
অনেক ভাল থাকবেন,জাযাকাল্লাহ খাইর।
মানুষের ভিতরকার মানুষ আর এখন নেই। এখন সবাই স্বার্থপর আত্মকেন্দ্রিক তাই এমন হয়। শেষের অংশটুকুও প্রাণ কেড়ে নিলো।
অনেক ধন্যবাদ কাহাফ ভাই সুন্দর একটি লেখনি উপহার দেয়ার জন্য।
আপনার নান্দনিক আবেগী মন্তব্য আমাকেও আপ্লুত করেছে। অনেক অনেক ধন্যবাদ পড়ার ও মন্তব্য উপহার দেয়ায়। ভালো থাকবেন....
ওয়ালাইকুমুস্ সালাম শ্রদ্ধেয়া বোন সন্ধাতারা!
আপনার সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রেরণ দেয় নিশ্চয়।
ভালো থাকবেন অনেক এই দোয়া আল্লাহর কাছে।
হুম.... শ্রদ্ধেয়া আফরা আপুর ব্যতিক্রমী নান্দনিক মন্তব্য আমাকে অভিভূত করেছে বেশ।সাহসও দেয় দু'এক কদম সামনে বাড়াতে.....।
আফরা আপুর জন্যে অনেক অনেক শুভ কামনা আল্লাহর কাছে।
ওয়ালাইকুমুস্ সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ.......।
মন্তব্যের ময়দানে আপনার উপস্হিতি আমার মনোবল কে শক্ত করবে । অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ খাইর।
এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলে ভাল হত।
ওয়ালাইকুমুস্ সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ....।
একজন সাধারণ পাঠক হিসেবে দু'এক শব্দ লিখার চেষ্টা করছি মাত্র।জানার পরিধি সীমিত আমার। আপনাদের সহযোগীতা এ ব্যাপারে একান্ত কাম্য।
ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান আপনাকে.
নিজেও কি ..আসতে পেরেছি
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ওয়ালাইকুমুস্ সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ....
সুন্দর অনুভূতি রেখে যাওয়ায় শুকরিয়া ও জাযাকাল্লাহু খাইরান অনেক ভাই আপনাকে....।
ভাল লাগার অনুভূতির ছোয়া রেখে গেলেন..... অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ খাইর আপনাকে।
মন্তব্যের ময়দানে আপনাকে অভিনন্দন ও স্বাগতম। অনেক অনেক শুকরিয়া ও জাযাকাল্লাহ খাইর আপনাকে.....।
আলোচ্য মাসয়ালা নিয়ে বিস্তারিত লিখুন একদিন। অনেক শুকরিয়া ও জাযাকা্ল্লাহ খাইর।
আপনার উৎসাহময় সুন্দর মন্তব্যের জন্যে অনেক অনেক শুভেচ্ছা ও জাযাকাল্লাহ শ্রদ্ধেয়া মাহবুবা সুলতানা লায়লা আপু।
আপনার উপস্হিতিই 'অনেক' আমার কাছে!
বহুত শুকরিয়া জানাই আপনাকে!
জাযাকুমুল্লাহু খাইরান
আমি আসলে কমেন্ট ব্লগার, নিজে লিখতে না পারলেও অন্যের লেখা খুউব পড়ি-কিছু শেখার আশায়!
আপনার উৎসাহ প্রেরণা যুগাবে শ্রদ্ধেয়া আপু্জ্বী! শুভ কামনা রইল!!
মন্তব্য করতে লগইন করুন