অনিচ্ছায় ভূল.........,মাফ চাই...............।
লিখেছেন লিখেছেন কাহাফ ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৫১:১৬ দুপুর
........صاحب البيت اعلم بما فيه..(ঘরের মালিক তার ঘরের বিষয়ে সবচেয়ে ভালো জানে।) ......
সময় বিবেচনায় পুরানো মনে হলেও কিছু দিন হল ব্লগে বিচরন আমার।
ব্লগ/ব্লগিংয়ের কিছুই জানি না আধা মুর্খ এই আমি।
ছন্নছাড়া জীবনের একগুয়েমী ও মানসিক অবসন্নতায় বিপর্যস্থ এক মানুষ,
সীমাহীন অসহ্যতায় ভরপুর সময় কে ভালো লাগার একটু ছোয়া দিতে মন্তব্য/প্রতি মন্তব্যে ব্লগে সরব থাকি।
জানার দৈন্যতা,বিষয় চয়ণের অসামর্থতা,
ও উপস্হাপনের অপরিপক্কতা সর্বোপরি লেখার অক্খ্যমতা
(কী-বোর্ডে সব শব্দ লিখতে পারি না)-র কারণে লিখতে পারি না কোন পোস্ট।
আপনাদের লেখায় মন্তব্য করে থাকি।
এ কারণেই হয়তো যথার্থ মন্তব্য করার পরিবর্তে
ব্লগারদের আবেগ কে আহত করে ফেলি,
এটা নিতান্তই অনিচ্ছায়।
নিজে কে প্রকাশ বা অন্য কোন উদ্দেশ্য নয়।
যেমন টি ভেবে অনেক মুহতারাম ব্লগার ভাইয়েরা-
আমার মন্তব্যের আধিক্যের সমালোচনা সহ
আমার উদ্দেশ্য নিয়ে অভিযোগের তীর ছুড়ছেন বারংবার। তাদের উদ্দশ্যে স্বীয় নাদানী স্বীকার করে বলছি--
আমার কাজে কষ্ট পেলে মাফ করে দিবেন,
বারণ করলে মন্তব্যও করবো না।
তবে পোস্ট পড়তে কেউ না করবেন না প্লিজ........,
হয়তো আপনাদের লেখার অর্থ পুরোটা বুঝতে না পারলেও পড়ে পড়েই তো কিছু শিখবো।
সবাই ত আর সমান হয়না.........।
সবার জন্যে শুভ কামনা রইল............।
বিষয়: বিবিধ
১৫৮০ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর মন্তব্য করাতে ব্লগারদের অসুবিধে তো দেখি না। যে কেউ যে কারো লেখায় মন্তব্য করতেই পারে। সব কিছু সহজ ভাবে নেয়াটাই শ্রেয় মনে করছি।
আবার ইচ্ছেকৃত কারো লেখায় শুধুমাত্র লেখককে আহত করার জন্য প্রকাশ্যে মন্তব্য করাটাও ঠিক না। সে ক্ষেত্রে লেখকের সাথে মন্তব্যকারির সরাসরি কথা বা ই-মেইল এ কথা চালাচালি হলেই ভালো হয়। তবে লেখার দোষ-ত্রুটি কমেন্টেই করা ভাল। অন্যরাও দেখল, জানল এবং শিখল। তবে সব ক্ষেত্রে দু'পক্ষকেই 'পজিটিভ' মানসিকতা ধারণ করতে হবে।
আপনি ভালো থাকবেন এবং অনেক অনেক মন্তব্য করবেন- এই আশা করছি।
জাজাকাল্লাহু খাইর।
আবেগে কাইন্দাই ফালাইছি ।
যারা এখানে ব্লগিং করতে এসেছে তার কেউই বোকা না । কিছু না কিছু তো বোঝে । সেটা আপনার বেলাতেও যেমন প্রযোজ্য আমার বেলাতেও প্রযোজ্য । নিজেকে ''আধা মূর্খ'' হিসেবে বোঝানো এখনকার জামানায় কি খুব যায় ? এতে তো সবাই আপনাকে উচ্চমার্গের চালাক হিসেবেই ধরে নেবে ।
পোস্টে কমেন্ট করবে না কেন ? করবেন । প্রথমে করেন আর সবার শেষেই করেন - করবেন ।
সব পোস্টেই প্রথমে করে এরকম আরও কয়েকজনের কথা মনে পড়ে গেল বিধায় আপনার প্রথম কমেন্ট করা বেশ কয়েকটি পোস্টেই আমি প্রতিমন্তব্য করেছি ।
এই ব্লগে অনেক ব্লগার আছে যাদের একাধিক নিক আছে । হতে পারে আপনারও আছে , আবার নাও হতে পারে ।
ব্লগে অনেকেই তো শিখতে আসে , জানাতে আসে । কিন্তু এক ঘেয়ে মন্তব্য/কুইক কমেন্ট সব কিছুকেই পানসে করে দেয় । আবার তার সাথে আছে শীর্ষ মন্তব্যকারী হবার প্রতিযোগিতা আর কারও কারও পোস্টে ফাস্টু হবার প্রতিযোগিতা । ফলে অনেকেই পোস্ট না পড়েই ফার্স্টু হবার জন্য কুইক মন্তব্যের সাহায্য নেয় , যেটা আদতে ব্লগেরই ক্ষতি করবে ।
শুধুই কুইক কমেন্ট দিয়ে নিজে থেকে কিছু না বললে কি শেখা হল বা জানা হল বা কি জানেন তা জানা গেল না ।
আর আপনার প্রতিমন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।@কাহাফ
ভালো থাকবেন।@ কাহাফ
যে কোনো সফটওয়্যার বিক্রেতার দোকানে গিয়ে বললেই আপনাকে দিবে। ওর ইউজার ম্যানুয়ালটাও অনেক সহজবোধ্য।
একবার ইউজ করে দেখুন।
এটি দিয়ে কে এর সাথে কে যোগ করলেই ক্ষ হয়ে যায়, ঋ হবে দু'বার আর দ্রুত চাপলে.. এমন করে আপনি সবগুলোই অতি সহজে লিখতে পারবেন। আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এটি দিয়ে।
ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইরান।
সাধারণ পাঠক হিসেবেই অন্যের লেখনী পড়ার চেষ্টা করি প্রচুর, মন্তব্যও করে থাকি সাধ্যমত বেশীই।দোয়া করবেন আমার জন্যে।
সুন্দর পরামর্শময় অনুভুতি রেখে যাওয়ায় ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে.....।
মন্তব্য করতে লগইন করুন