অনিচ্ছায় ভূল.........,মাফ চাই...............।

লিখেছেন লিখেছেন কাহাফ ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৫১:১৬ দুপুর



........صاحب البيت اعلم بما فيه..(ঘরের মালিক তার ঘরের বিষয়ে সবচেয়ে ভালো জানে।) ......

সময় বিবেচনায় পুরানো মনে হলেও কিছু দিন হল ব্লগে বিচরন আমার।

ব্লগ/ব্লগিংয়ের কিছুই জানি না আধা মুর্খ এই আমি।

ছন্নছাড়া জীবনের একগুয়েমী ও মানসিক অবসন্নতায় বিপর্যস্থ এক মানুষ,

সীমাহীন অসহ্যতায় ভরপুর সময় কে ভালো লাগার একটু ছোয়া দিতে মন্তব্য/প্রতি মন্তব্যে ব্লগে সরব থাকি।

জানার দৈন্যতা,বিষয় চয়ণের অসামর্থতা,

ও উপস্হাপনের অপরিপক্কতা সর্বোপরি লেখার অক্খ্যমতা

(কী-বোর্ডে সব শব্দ লিখতে পারি না)-র কারণে লিখতে পারি না কোন পোস্ট।

আপনাদের লেখায় মন্তব্য করে থাকি।

এ কারণেই হয়তো যথার্থ মন্তব্য করার পরিবর্তে

ব্লগারদের আবেগ কে আহত করে ফেলি,

এটা নিতান্তই অনিচ্ছায়।

নিজে কে প্রকাশ বা অন্য কোন উদ্দেশ্য নয়।

যেমন টি ভেবে অনেক মুহতারাম ব্লগার ভাইয়েরা-

আমার মন্তব্যের আধিক্যের সমালোচনা সহ

আমার উদ্দেশ্য নিয়ে অভিযোগের তীর ছুড়ছেন বারংবার। তাদের উদ্দশ্যে স্বীয় নাদানী স্বীকার করে বলছি--

আমার কাজে কষ্ট পেলে মাফ করে দিবেন,

বারণ করলে মন্তব্যও করবো না।

তবে পোস্ট পড়তে কেউ না করবেন না প্লিজ........,

হয়তো আপনাদের লেখার অর্থ পুরোটা বুঝতে না পারলেও পড়ে পড়েই তো কিছু শিখবো।

সবাই ত আর সমান হয়না.........।

সবার জন্যে শুভ কামনা রইল............। Good Luck Good Luck Rose Rose Rose Rose







বিষয়: বিবিধ

১৫৮০ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260351
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৬
মামুন লিখেছেন : আপনি লিখতে পারেন না, এটা কেউ বললে আমি বিশ্বাস করবো না। এই লেখাটিসহ আপনার সবগুলো লেখাই আমি পড়েছি।
আর মন্তব্য করাতে ব্লগারদের অসুবিধে তো দেখি না। যে কেউ যে কারো লেখায় মন্তব্য করতেই পারে। সব কিছু সহজ ভাবে নেয়াটাই শ্রেয় মনে করছি।
আবার ইচ্ছেকৃত কারো লেখায় শুধুমাত্র লেখককে আহত করার জন্য প্রকাশ্যে মন্তব্য করাটাও ঠিক না। সে ক্ষেত্রে লেখকের সাথে মন্তব্যকারির সরাসরি কথা বা ই-মেইল এ কথা চালাচালি হলেই ভালো হয়। তবে লেখার দোষ-ত্রুটি কমেন্টেই করা ভাল। অন্যরাও দেখল, জানল এবং শিখল। তবে সব ক্ষেত্রে দু'পক্ষকেই 'পজিটিভ' মানসিকতা ধারণ করতে হবে।
আপনি ভালো থাকবেন এবং অনেক অনেক মন্তব্য করবেন- এই আশা করছি।
জাজাকাল্লাহু খাইর। Good Luck Rose Love Struck
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৮
204099
কাহাফ লিখেছেন : লেখনীর মতো আপনার মনটাও তো অসাধারণ উচ্চতায়...... তাই এমন মন্তব্য আপনার। চলমান বাস্তবতাকে ভূলে থাকতেই ব্লগে মন্তব্যের আধিক্য আমার,পড়ি না যে এমন নয় কিন্তু,যথার্থ মন্তব্য করতে পারলে তো লিখতাম আমি।। কী-বোর্ডে সব শব্দ লিখতে পারি না,সাহায্য নেয়ারও কেউ নেই। অনেকেই মন্তব্যের আধিক্যে কটু কথা বলছেন আমায়। আপনার উতসাহ মুলক সুন্দর মন্তব্যের জন্যে শুকরিয়া এবং জাযাকাল্লাহ খাইর মামুন ভাই।
260356
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৪
আজিম বিন মামুন লিখেছেন : মন্তব্য করতেই পারেন,কে কী বলল একদম কানে তুলবেন না।আমার নিজেরও লেখার হাত একদম কাচা তবু লিখি।সমালোচনা হতেই পারে,এজন্য নিজেকে সরিয়ে নেওয়া বোকামী হবে ভাই।
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫৩
204100
কাহাফ লিখেছেন : আল্লাহ আপনার সহ সবার ভালো করুন। যথার্থ মন্তব্য করতে না পারলেও লেখা টা পড়ার/বুঝার চেষ্টার কমতি থাকে না আমার।দোয়া চাই ভাই আজিম বিন মামুন...।
260359
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৬
হতভাগা লিখেছেন :


আবেগে কাইন্দাই ফালাইছি ।

যারা এখানে ব্লগিং করতে এসেছে তার কেউই বোকা না । কিছু না কিছু তো বোঝে । সেটা আপনার বেলাতেও যেমন প্রযোজ্য আমার বেলাতেও প্রযোজ্য । নিজেকে ''আধা মূর্খ'' হিসেবে বোঝানো এখনকার জামানায় কি খুব যায় ? এতে তো সবাই আপনাকে উচ্চমার্গের চালাক হিসেবেই ধরে নেবে ।

পোস্টে কমেন্ট করবে না কেন ? করবেন । প্রথমে করেন আর সবার শেষেই করেন - করবেন ।

সব পোস্টেই প্রথমে করে এরকম আরও কয়েকজনের কথা মনে পড়ে গেল বিধায় আপনার প্রথম কমেন্ট করা বেশ কয়েকটি পোস্টেই আমি প্রতিমন্তব্য করেছি ।

এই ব্লগে অনেক ব্লগার আছে যাদের একাধিক নিক আছে । হতে পারে আপনারও আছে , আবার নাও হতে পারে ।

ব্লগে অনেকেই তো শিখতে আসে , জানাতে আসে । কিন্তু এক ঘেয়ে মন্তব্য/কুইক কমেন্ট সব কিছুকেই পানসে করে দেয় । আবার তার সাথে আছে শীর্ষ মন্তব্যকারী হবার প্রতিযোগিতা আর কারও কারও পোস্টে ফাস্টু হবার প্রতিযোগিতা । ফলে অনেকেই পোস্ট না পড়েই ফার্স্টু হবার জন্য কুইক মন্তব্যের সাহায্য নেয় , যেটা আদতে ব্লগেরই ক্ষতি করবে ।

শুধুই কুইক কমেন্ট দিয়ে নিজে থেকে কিছু না বললে কি শেখা হল বা জানা হল বা কি জানেন তা জানা গেল না ।
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০১
204101
কাহাফ লিখেছেন : বিষয় টা আপনার কাছে জানতে চেয়েছিলাম,আপনার দেয়া সাজেশনে কিছুই বুঝতে পারিনি বলে....দুঃখিত ভাই।আপনার ধারনার চেয়েও খারাপ অবস্হা আমার। আসলেই বুঝি না আমি,কী-বোর্ডে মুখস্ত বাংলা লিখতে হয়,সব শব্দ লিখতেও পারি না, কারো থেকে সাহায্য নেয়ার মতও নেই এখানে।সময় টা কাটাতে-কিছু শিখতেও এমন করি।প্রথম হতে বা কোন কিছু মিন করে না। দোয়া চাই.......
০১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫০
204137
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : @ হতভাগা, আন্নের মুন্তব্যের পরে মুই আর কুনো কমেন্ট কইরবার চাই না। আন্নের কথাডাই আমার কথা।
260371
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০৬
সন্ধাতারা লিখেছেন : Chalam kahaf vaiya, I was getting emotional after reading your writing. I do request you plz do not be hurt by anybody else's. Plz forget and forgive them. Plz be happy n cheerful, do more comment what you are doing. Almighty will give you the great return for it. Jajakallah.
260373
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৩
কাহাফ লিখেছেন : ওয়ালিকুমুস্সালাম ব্লগার সন্ধাতারা। সহানুভূতিশীল উতসাহ মুলক মন্তব্যের জন্যে আপনাকেও শুভেচ্ছা ও জাযাকাল্লাহ। দোয়া চাই.....।
০১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০২
204112
সন্ধাতারা লিখেছেন : Inshallah vaiya.
260407
০১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৬
মামুন লিখেছেন : আপনি অভ্র সফটয়্যার ব্যবহার করতে পারেন। এটি দিয়ে বাংলা লেখা একেবারে পানির মত সোজা।
আর আপনার প্রতিমন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।@কাহাফ
Rose Good Luck
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২৮
204302
কাহাফ লিখেছেন : পরামর্শের জন্য ধন্যবাদ মামুন ভাই। আসলে নেট সম্পর্কে আমার একেবারেই অপ্রতুল,আন্দাজে যতটুকু বুঝি সে ভাবেই ইউজ করি, ইংরেজীর উপরও দখল নাই বল্লেই চলে।আপনার থেকে সহযোগীতার পথ বাতলে দিলে অনেক উপকার হবে। আপনাদের মংগল কামনায়.............Good Luck
260430
০১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
আফরা লিখেছেন : ভাইয়া শুধু একটা কথাই বলব আপনি যে কোন কাজই করেন কেউ প্রশংসা করবে আবার সেই কাজের জন্যই কেউ আপনার সমালোচনা করবে তবে কাজেই কারো কথায় কষ্ট পাইয়েন না যদি আপনি নিজের মনের কাছে পরিস্কার থাকেন ।



০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৩২
204305
কাহাফ লিখেছেন : জীবনের প্রতি পদে পদে ভূল বুঝার শিকার হয়ে অনুভূতি ভোতা হয়ে যাচ্ছে আমার,এটা আমার দুর্বলতা স্বীকার করি আমি। অনেক ভালো থাকবেন,শুভেচ্ছা রইল ব্লগার আফরা.....Good Luck
260520
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৪
বুড়া মিয়া লিখেছেন : কে কি বললো দেখা যাবে না, ধরা যাবে না। আপনি আপনার মতোই থাকেন ...
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৩৪
204306
কাহাফ লিখেছেন : উপদেশ সম্বলিত মন্তব্যের জন্যে শুভেচ্ছা জানাই ভাই........Good Luck
260671
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৯
মামুন লিখেছেন : আপনার সাথেই আছি ইনশা আল্লাহ, সবসময়।
ভালো থাকবেন।@ কাহাফ Rose Rose Rose Good Luck
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০৫
204355
কাহাফ লিখেছেন : যুক্ত খ নামে হরফ,রি-কার......এমন কিছু শুদ্ধ ভাবে লিখতে পারি না। যেমন-পরিক্খ্যা ক্রষি এমন আরো.........।
১০
260680
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৬
মামুন লিখেছেন : আপনি কোন বাংলা সফটওয়্যার ব্যবহার করেন তা কিন্তু বলেন নি। আমি আপনাকে সাজেষ্ট করছি অভ্র ব্যবহার করার জন্য। এটি দিয়ে বাঙ্গলিশে লিখলেই আপনাতেই বাংলায় কনভার্ট করে নেয়।
যে কোনো সফটওয়্যার বিক্রেতার দোকানে গিয়ে বললেই আপনাকে দিবে। ওর ইউজার ম্যানুয়ালটাও অনেক সহজবোধ্য।
একবার ইউজ করে দেখুন।
এটি দিয়ে কে এর সাথে কে যোগ করলেই ক্ষ হয়ে যায়, ঋ হবে দু'বার আর দ্রুত চাপলে.. এমন করে আপনি সবগুলোই অতি সহজে লিখতে পারবেন। আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এটি দিয়ে।
ধন্যবাদ আপনাকে। Good Luck Good Luck
০২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৬
204496
কাহাফ লিখেছেন : সুন্দর সাজেষ্টের বদলা আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন-ইনশা আল্লাহ। এব্যাপারে আবার সহযোগীতা নিব পরে।সব সময়ের জন্যে ভালো থাকা কাম্য। Happy>- Good Luck Good Luck
১১
260739
০২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৮
মামুন লিখেছেন : আপনাকেও আল্লাহ পাক সব সময় ভালো রাখুন।
জাজাকাল্লাহু খাইরান। Rose Rose Rose
১২
260945
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৭
বৃত্তের বাইরে লিখেছেন : আপনার লেখা এবং বিভিন্ন লেখায় আপনার মন্তব্য দেখে লিখতে পারেননা এমন মনে হয়নি। শুভকামনা রইল সুন্দর আগামীর Good Luck Good Luck Good Luck
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১১
204851
কাহাফ লিখেছেন : আসলেও পারিনা আমি,সবারটা পড়ে কিছু শেখার চেষ্টা করি। আপনার জন্যেও কুসুমাস্তির্ণ এক অর্থবহ আগামীর প্রত্যাশ রেখে গেলাম ব্লগার বৃত্তের বাইরে......Good Luck Good Luck
১৩
262316
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২১
ব্লগার সাদমান লিখেছেন : জাযাকাল্লাহ খইর..... মন্ত্যব্য করলে দোষের কি আছে? ভুল মানুষেরইই হয়!!! Thumbs Up
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২৪
206203
কাহাফ লিখেছেন : আপনাদের অনুপ্রেরণায় অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার ও সবার সর্বাংগীন মংগল করুন,আমিন।
১৪
275238
১৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : লিখুন বেশি করে মন্তব্য করুন আরো বেশি করে এটা কামনা করি!
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৫:২৯
219399
কাহাফ লিখেছেন :
সাধারণ পাঠক হিসেবেই অন্যের লেখনী পড়ার চেষ্টা করি প্রচুর, মন্তব্যও করে থাকি সাধ্যমত বেশীই।দোয়া করবেন আমার জন্যে।
সুন্দর পরামর্শময় অনুভুতি রেখে যাওয়ায় ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে.....।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File