সুখ-দুঃখ...
লিখেছেন লিখেছেন কাহাফ ০৪ আগস্ট, ২০১৪, ০৮:৩৫:৪২ সকাল
...একটা সুখ মানুষ কে বার বার হাসাতে না পারলেও
একটা দুঃখ কিন্তূ একটা মানুষ কে সারা জীবন কাদাতে পারে।
তাই,,,,,,,,,,,,,,
আমরা যেন কাউকে দুঃখের সাগরে না ভাসাই।
কেননা ভাংগা কাচ জোড়া লাগলেও তার দাগ মুছে যায় না,
বরং দাগ থেকে যায়।
...কামরুল হাসান ফরাজী (কাহাফ)।
বিষয়: বিবিধ
৩৮৮৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশে থাকেন নাকি দেশের বাইরে?
কি করেন আপনি?
জানাবেন কিছু মনে না করলে ...
আছি কি বেঁচে, খোঁজ নিলে না...
স্মৃতির মিনারে আজনম,
তাই তোমাকে প্রয়োজন"- আজম খানের এই গানটি এক সময় খুব শুনতাম। শুনলে কেন জানি খুব কোষ্ট হতো। আবার না শুনলেও কষ্ট হতো। কিছু কিছু দুঃখ আমাদেরকে আনন্দও লাভ করে। এগুলোকে কেউ কেউ বলে 'দুঃখবিলাস'। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কিছু উপমা তুলে ধরেছেন। আপনার যেন কোনো দুঃখ না থাকে, সেই দোয়া করি। সবসময় যেন আনন্দে থাকতে পারেন, সবাইকে নিয়ে। শুভেচ্ছা রইলো।
আছি কি বেঁচে, খোঁজ নিলে না...
স্মৃতির মিনারে আজনম,
তাই তোমাকে প্রয়োজন"- আজম খানের এই গানটি এক সময় খুব শুনতাম। শুনলে কেন জানি খুব কষ্ট হতো। আবার না শুনলেও কষ্ট হতো। কিছু কিছু দুঃখ আমাদেরকে আনন্দও দিয়ে থাকে। এগুলোকে কেউ কেউ বলে 'দুঃখবিলাস'। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কিছু উপমা তুলে ধরেছেন। আপনার যেন কোনো দুঃখ না থাকে, সেই দোয়া করি। সবসময় যেন আনন্দে থাকতে পারেন, সবাইকে নিয়ে। শুভেচ্ছা রইলো।
মন্তব্য করতে লগইন করুন