জীবন....
লিখেছেন লিখেছেন কাহাফ ০২ আগস্ট, ২০১৪, ০১:৪৬:৫৬ দুপুর
জীবনের সোনা ঝরা দিন গুলো সব_
শীতের পাতার মতো ঝরে যায়,
কুকিলের কুহু টানে ফাগুন আসে_
চৈত্রের কাছে সে হারে যায়।
তবুও জীবন-মন ফুলে-ফলে
সাজাতে সবার কতো আয়োজন।
সাজানো খেলা ঘর করে ভেঙে
চূরমার নামা আসা নিঠুর মরন.............।
(কপি পোস্ট।)
বিষয়: বিবিধ
৩৬৩৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের শত জানা এই কথাগুলো নিয়ে কখনো কি ভাবি একটুও? জীবনের চাকচিক্য আমাদেরকে এতোটাই মোহাবিষ্ট করে রেখেছে যে,সময় যে তিল তিল করে শেষ হচ্ছে, সেদিকে কোনো ভ্ররুক্ষেপই নাই। আমি নিজের কথাই বলছি।
ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো।
মন্তব্য করতে লগইন করুন