টংগী-মগবাজার-শাহবাগ ও গুলিস্তানের আল্লাহ কি আলাদা আলাদা?
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১১ মার্চ, ২০১৩, ১১:৪০:০১ রাত
আমাকে একজন এই প্রশ্নটা করেছেন- টংগীর আল্লাহ, মগবাজারের আল্লাহ, শাহবাগ ও গুলিস্তানের আল্লাহ কি আলাদা আলাদা?
আমি অবাক হয়ে উত্তর দিলামঃ কেন এই অবান্তর প্রশ্ন? আল্লাহ তো সবখানেই সবার জন্য এক। তিনি বললেনঃ আপনাকে একটা একটা নমুনা প্রশ্ন করি-
যদি কেউ আপনার বাবা-মাকে গালি দেন আপনার সামনে, আপনি কি চুপ করে বসে থাকতে পারবেন?
- অসম্ভব!!
- পারবেন না। কারণ, তারা আপনার বাবা-মা, আপনার সত্ত্বার সাথে নিবিড়ভাবে জড়িত।
কিন্তু এবার দেখা গেল- শাহবাগীরা যখন আল্লাহ ও রাসূল (স) কে গালি দিয়েছে, কবর দিয়েছে, তখনো অনেক মুসলমানরা চুপ করে বসে আছেন। ভাবখানা এমন মনে হয়েছে যে যারা আল্লাহকে গালি দিচ্ছেন তারা মগবাজারী জামাতীদের আল্লাহকে গালি দিচ্ছেন। তাই, ধানমন্ডী-গুলিস্তান ও কাকরাইল-টংগীর মুসল্লীরা চুপ করে দেখছেন। ভাবখানা এমন যে, (নাউযুবিল্লাহ) জামাতীদের আল্লাহ ও রাসূলুল্লাহ (স)কে কবর দিলেও তাদের আল্লাহ ও রাসূলের তো কিছুই হয়নি।
আমি বললাম, ভাই আমি তো দেশের সব খবর জানি না। জানি না, এই সময়ে ঠিক কারা কারা এর প্রতিবাদ করছেন আর কারা চুপকরে মসজিদে আছেন।
তবে,
আপনি মুসলমান হলে আল্লাহ ও তাঁর রাসূল (স) তো আপনার অস্তিত্ত্বের আরো কাছে জড়িত। যদি তাই হয়, তাহলে আল্লাহ ও তাঁর রাসূলকে গালি দিলে আপনি চুপ করে বসে থাকতে পারেন না। কারো মনে সামান্য ইমান থাকলে তিনি তা সহ্য করতে পারেন না।
আল্লাহ পাক ও রাসূল (স) কে নিয়ে কোন প্রকার রাজনীতি নেই। সকল মুসলমান এ ব্যাপারে বিনা বাক্যে একমত। যদি কেউ এক মঞ্চে ও বাক্যে আল্লাহ পাকের তাকবীর না বলতে পারেন বা চুপ করে থাকতে পারেন তারা নিজকে মুসলমান ভাবাটা অনর্থক।
যারা নিজেদেরকে মুসলমান মনে করেন, তারা যে দলেরই হোন না কেন, একটা বিষয় তাদের কাছে পরিস্কার থাকা দরকার যে, যেখানেই আল্লাহ ও তাঁর রাসূল (স)কে গালি দেওয়া হবে সেখানেই সোচ্চার ও প্রতিবাদী হতে হবে। এটাই ইমানের দাবী। এটাই ইমানের পরিচয়।
অথচ যারা নিজেদেরকে মুসলমান ভাবেন তারা অনেকেই ঐ নাস্তিকদের সাথে তাল মিলিয়ে নেচে-গেয়ে ইসলামকে গালি দিয়েছেন। এটা কোনদিন কোন ইমানদার মুসলমানের হতে পারে না।
মুসলমান হলে তাকে হতে হবে আল্লাহ ও রাসূলের বন্ধু। শয়তানের বন্ধু হয়ে কোনদিন মুসলমান থাকা যায় না।
এখানে কোন লুকোচুরি নেই- হয় আপনি শয়তানের বন্ধু হবেন, না হয় আল্লাহর বন্ধু হবেন। আল্লাহর বন্ধু হয়ে শয়তানদের সাথে তাল মেলানোর কোন সুযোগ নেই।
বিষয়: রাজনীতি
১৭৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন