এ কেমন কর্মসূচি বুঝতে পারি না

লিখেছেন লিখেছেন শাহাবাগ ১১ মার্চ, ২০১৩, ১১:৩৯:১৩ রাত

এ কেমন কর্মসূচি বুঝতে পারি না। পুলিশের হয়রানি ও গ্রেফতারের ভয়ে এদেশের লাখ লাখ মানুষ এখন ঘর ছাড়া।বাসা বাড়িতে রাতের শান্তির ঘুম আর মুসলমানরা এখন ঘুমাতে পারে না। তাহলে কেন তাদের খন্ডকালীন কর্মসূচি দিয়ে ঘরমুখো করা হচ্ছে? পুলিশের হাতে সবাই গ্রেফতার হলে আন্দোলন করবে কারা? তাই তাদের ঠিকানা এখন রাজপথ। রাজপথে থাকতে লাগাতার হরতাল ও অবরোধের কর্মসূচি চায় মুক্তিকামী মানুষ। একদিন দুদিনের হরতাল দিয়ে এসরকারের কিছু হবে না । কারণ এসরকার নিজের থুতু নিজে চেটে খেয়ে অভ্যস্ত। তারা নিজেদের স্বার্থে বামরামদের দিয়ে হরতাল করায় ,পুলিম তাদের সহায়তা করে। ত্বকি হত্যার পর নারায়নগঞ্জেও দেখলাম। পুলিশের সহায়তায় ট্রেন অবরোধ। এসব এসরকারের গা সওয়া হয়ে গেছে, দেশ গোল্লায় গেলেও শেখ হাশিনার কিছু যায় আসে না। তাই চাই অনির্দিষ্টকালের হরতাল, অবরোধ অথবা অসহযোগ আন্দোলন। আন্দোলনকামী মানুষেরা সে ঘোষণার অপেক্ষায় আছে...

বিষয়: বিবিধ

১২৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File