মিডিয়ার বিষয়ে বিএনপি মুখ খুলবে কবে?

লিখেছেন লিখেছেন শাহাবাগ ০৬ মার্চ, ২০১৩, ১০:৩৫:৫৮ রাত



চ্যানেল আই, সময়, ৭১ চ্যানেলের মতো মিডিয়াগুলো সরকার রা করতে সীমাহীন মিথ্যাচার অব্যাহত রেখেছে। পুলিশের নজির বিহীন, পাশবিক গুলি বর্ষণে শতাধিক মানুষ নির্মমভাবে নিহত হলেও এমিডিয়াগুলো নির্লজ্জভাবে এটাকে জামায়াত-শিবিরের সহিংসতা বলে চালানোর চেষ্টা করেছে। দেশের বিভিন্নস্থানে গির্জা ও মন্দিরে হামলার ঘটনা কারা ঘটাচ্ছে দেশের মানুষের কাছে তা দিবালোকের মতো স্পষ্ট। অথচ এর দায় জামায়াত শিবিরের উপর চাপানোর হঠকারীতায় ব্যস্ত রয়েছে কতিপয় মিডিয়া। আজকের বিএনপির বিােভ মিছিলে পুলিশের আকস্মিক গুলি বর্ষণের ঘটনার দায়ও জামায়াতের উপর চাপানোর হীন চেষ্টা করছে এসব মিডিয়া। এসব মিডিয়ার প্রচারণার অপতৎপরতা দেখে মনে তারা বোধ হয় সরকারবে রা করার সব দায়িত্ব কাঁধে নিয়েছে।

আমার বিস্ময় লাগে বিএনপি কেন এসব মিডিয়ার অপতৎপরতার বিষয়ে মুখে কুলুপ এটে থাকে-যারা বার বার বিরোধীদলের আন্দোলন কর্মসূচিকে খাট করার তথা অগ্রহণযোগ্য করার চেষ্টায় রত? ঘুম ভেঙেও কেন বিএনপির ঘুম ভাঙে না?

বিষয়: বিবিধ

১৩৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File