ওদের মানুষ বানানো শুরু হলো!

লিখেছেন লিখেছেন রণতরী খান ০৬ মার্চ, ২০১৩, ১১:২৩:২৮ রাত

সেই চোর তওবা পড়ে চুরি ছেড়ে দিয়েছিল।

এবার জয়পুরহাটে তওবা পড়ে আওয়ামী লীগ ছেড়ে দিল ১৬ জন যুবক! তারা নাকি ইমাম সাহেবের কাছে কালেমা পড়ে নতুন করে ঈমান এনেছে।

আওয়ামী লীগ করলেই কোন মানুষ আর ভাল পথে ফিরে আসতে পারবে না ব্যাপারটা ঠিক না। আসুন নিচের কৌতুকটা পাঠ করি-

গায়ের বাজারে চুরি করতে এসে ধরা পড়েছে এক চোর। জনতা তাকে উত্তম-মধ্যম দিয়ে

বেঁধে রাখে। পরে গ্রামের গণ্য-মান্যরা আসে খুঁটিনাটি জানতে। তারা প্রশ্নান্তরে চোরকে জিজ্ঞাসা করে-

কিরে তুই কি খালি চুরি করস না ডাকাতিও

চোর-ডাকাতিও করি

তুই কি খুন-খারাবিও করস

চোর-জ্বি করি

হত্যা, ধর্ষণ ইত্যাদিও করস

চোর-শান্তভাবে জবাব দিল হ্যাঁ করি।

এবার তাকে এক মাতব্বর জিজ্ঞাসা করল কিরে তুই কি আওমীলীগ করছ

চোর-প্রচণ্ড রেগে গিয়ে বলল, চোর বলে আমার মান ইজ্জ্বত একেবারে শেষ হয়ে যায়

নাই। যতটা ভাবছেন আমি আসলে ততটা খারাপ না?

গত কয়দিনের প্রাণঘাতি সংঘাতের পর কিছু আওয়ামী লীগ কর্মী নিজেদের ভুল বুঝতে

পেরেছে। তারা মসজিদের ইমাম সাহেবের কাছে তওবা করে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। দেশের বিভিন্ন স্থানেও এমন ঘটনা ঘটছে।

আল্লাহর রহমত-তারা ইসলাম নিয়ে আওয়ামী লীগের ষরযন্ত্রের কথা বুঝতে পেরে সঠিকপথে ফিরে এসেছে। হাসিনা কি কোন দিন বুঝতে পারবে?

আমরা দোয়া করি শেখের বেটির সুমতি হোক।

বিষয়: বিবিধ

১০২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File