ফাঁসির মঞ্চের বুড়ো অধ্যাপককে চিঠি

লিখেছেন লিখেছেন রণতরী খান ২৯ মে, ২০১৩, ১০:৪৩:৫৬ রাত

হে অধ্যাপক, তুমি আমার পিতা ও মাতা । তুমিই আমার সব । শিক্ষাগুরু। পীর । তুমি কি চিনতে পারছ আমাকে?

সেই পাগল ছেলেটি জানে 'তোমার ফাঁসির আদেশ লেখা হয়েছে ।' এইতো কয়েকদিনের মধ্যে তা পড়ে শোনানো হবে । পুরো দেশ উল্লাসে ফেটে পড়বে । কিন্তু কিশোরটি কাঁদবে । তোমার সাথে ট্রাইব্যুনালে বার কয়েক দেখা হয়েছে তার ।

আমি সেই ছেলেটি - যে তোমার খুতবা শোনার জন্য প্রায় শুক্রবার সকালে সুদূর কুমিল্লা থেকে মগবাজারের গলিতে এসে বসে থাকত । তাকে দেখে তুমি মুচকি হেসে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে। তোমার কাছ থেকে ছেলেটি চলে যেত তাসনিয়া বই বিতানে ।

ছেলেটি আজ তোমাকে চিঠি লিখেছে । সে জানতে চায়নি তুমি কেমন আছ!

এও জানতে চায়নি মৃত্যুর আদেশ হাতে পেয়ে তোমার অনুভূতি কি, তুমি কিছু চাও কি না, শেষ ইচ্ছা কি?

ছেলেটির সামান্য উৎসাহ - এই বৃদ্ধ বয়সে আল্লাহ তার দ্বীনের জন্য তোমাকে কবুল করল কোন সে গুনে? যদি পার উত্তর দিও । তোমার সাথে অন্তত একবার দেখা হবে ছেলেটির । আজকাল আমি তোমাদের ভাগ্য দেখে নিজেকে নিয়ে বড় আপসোস করি । ভাল থেক অধ্যাপক । ভাল থেক ।

আমরা কথা দিচ্ছি - তোমাদের রক্ত ও ঘামে ভেজা এ জমিনে একদিন কালেমার পতাকা উড়বেই...

বিষয়: বিবিধ

১৮৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File