অসভ্য রাষ্ট্র পঙ্গু করে দিল পবিত্র এ মানুষটিকে
লিখেছেন লিখেছেন রণতরী খান ১৩ জুন, ২০১৩, ১১:৪৮:০৫ রাত
খবরটা শুনে চোখের পানি ধরে রাখতে পারছি না । অপারেশনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক রিফাত ভাইকে নাকি ক্র্যাচে ভর করে হাঁটতে হচ্ছে । এমন পবিত্র একটা মানুষের জীবনে আল্লাহর এ কোন পরীক্ষা! তার মুখের তাকালে মনে হয় যেন খেলাফত আমলের আল্লাহর পথের দাঈ।
আড়াই বছর আগে কুতোয়ালি থানার ওসি সালাহউদ্দিন (এই জানোয়ারটা এখন মিরপুর থানায়) তাকে চেয়ারের সাথে বেঁধে, দেয়ালের সাথে ঝুলিয়ে বেদম পিটিয়েছিল। তারপর দীর্ঘদিন বিনা চিকিৎসায় জেলখানায় ফেলে রেখেছিল প্রিয় ভাইটিকে । সেই সময়ের পর আর পুরোপুরি সুস্থ হননি রিফাত ভাই । কিন্তু চলাফেরা করতে পারতেন। আজ রাতে এক বন্ধু জানাল তিনি নাকি হাঁটার জন্য ক্র্যাচ নিয়েছেন!
আমার চোখ দিয়ে অঝোরে পানি ঝরছে । হে আল্লাহ, তোমার পথের এ দায়ীরা পঙ্গু হয়ে গেলে রাজপথ কে - আল্লাহু আকবার স্লোগানে প্রকম্পিত করবে । তুমি আমার মতো অধমের পাগুলো কেড়ে নাও । রিফাত ভাইদের মতো পবিত্র গোলাপগুলোকে তুমি সুস্থ করে দাও আল্লাহ ।
এ ভাল মানুষগুলোকে তুমি কষ্ট দিওনা । যত কষ্ট আছে সব আমার মতো পাপীদের উপর ঢেলে দাও।
বিষয়: বিবিধ
১৫৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন