বাবা চুপ চুপ এভাবে বল না "তুমি মুসলিম"!
লিখেছেন লিখেছেন রণতরী খান ১৪ জুন, ২০১৩, ০৬:৫০:২৬ সন্ধ্যা
এ কোন দেশ বলতে পারেন! এক শিশু তার পরিচয় দিচ্ছিল 'আমি মুসলিম' । এটা শুনেই তরুণী মা শিশুটির মুখ চেপে ধরে - আব্বু এভাবে বলে না । বলো আমি 'তাহিন' তারপর আব্বুর পরিচয় দাও । ঘটনাটি ইসলাম নিষিদ্ধ এমন কোন দেশের নয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির চিত্র বলছি আপনাদের?
এমন অবস্থায় এসে আমরা পৌঁছেছি যে - একটি শিশু মনের অজান্তে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিলে তার মা আতঙ্কিত হোন । নিজের সন্তানের ভবিষ্যত নিয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন । এই ঢাকা শহরে এমন মায়ের সংখ্যা এখন প্রচুর । পিতার সংখ্যা আরও বেশি ।
সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের অ্যালামনাই অনুষ্ঠানে শিশু সন্তানটিসহ এসেছিলেন ঐ ভদ্র মহিলা । অনুষ্ঠানের এক পর্যায়ে টিএসসি অডিটরিয়ামে সামনে হাঁটছিল ছেলেটি । আরেক ভদ্রলোক শিশুটিকে খুঁচা দিয়ে জিজ্ঞাসা করে বসে 'এই তোমার পরিচয় যেন কি' ছেলেটি এবার আমি মুসলিম বলতেই মুখ চেপে ধরে মা । তাকে নিয়ে অডিটরিয়ামের ভেতরে ঢোকে যায়। (ঐ বাচ্চাটিকে হয়তো অনেকক্ষণ ধরে ক্ষেপাচ্ছিল বড়দের কেউ । শেষ মেষ সে খুঁচানি থেকে বাঁচতে এই পরিচয় দেয়।)
এবার বলেন আমার ও আপনার দায়িত্ব কি! জুলুমের ভয়ে ঘরে বসে থাকার সুযোগ আছে কি?
স্কুল কার্যক্রম জোরদার করা কেন জরুরি এবার বলতে পারেন?
রণতরী খান ইন ফেসবুক
বিষয়: বিবিধ
১৫২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন