পড়াশোনা করার আধুনিক পদ্ধতি !
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৪ জুন, ২০১৩, ০৬:২৫:৪৩ সন্ধ্যা
ছাত্র-ছাত্রী ভাই বোনেরা ক্লিক মারো আর আঙ্কেল আন্টিরা পরের পোস্টে লাফ দেন !
কয়েক দিন থেকেই আমাকে বাধ্যতামুলক পড়াশোনা করতে হচ্ছে ; তাই ভাবলাম পড়াশোনায় যদি কিছু নতুনত্ব নিয়ে আসা যায় কেমন হয় ?
এরপর নিচের পদ্ধতি গুলো আবিষ্কার করলাম -
#এফএম পদ্ধতি>
হেই ডিয়ার লিসেনার আজ আমি আপনাদের জন্য প্লে করব আঁতেলের মার্কামারা ড্যাসিং ডুসিং পড়া চাপটার নাম্বার নাইন আর এই পড়া নিয়ে আমি আপনাদের সঙ্গে কাটাব পুরো একঘন্টা আশাকরি অনেক বিরক্ত লাগবে !
#টকশো পদ্ধতি >
আমি (দর্শক কাম উপস্থাপক কাম পাঠক)ঃ প্রিয় দর্শক আজ আমি এসে উপস্থিত হয়েছি হোস্টেলের আঁতেল রুম খ্যাত ৪২০ নাম্বার রুমের বারান্দায় খুলে দিয়েছি জানালা আর অল্প কিছুক্ষনের মধ্যেই দুই রুমমেট পড়া শুরু করবে এরই ফাকে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি দিয়ে দিচ্ছি হালকা ঘুম !
# রাজনৈতিক পদ্ধতি >
আমার ইচ্ছা আমি পড়ুমনা তয় পরীক্ষায় পাশ করানো লইয়া কোন চুদুর বুদুর চলত ন !
[এই পদ্ধতিগুলো প্রয়োগ করিয়া কেহ ধরা খাইলে পোস্টদাতা দায়ী থাকবনা কইয়া দিলাম ]
বিষয়: বিবিধ
১৪৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন