আপদ বিপদ
লিখেছেন লিখেছেন মোল্লা দো পেঁয়াজো ১৪ জুন, ২০১৩, ০৬:২৫:৪২ সন্ধ্যা
গ্রীষ্মের গরমে পরিপূর্ণতা আসে গাছের আম কাঁঠাল খাওয়ার মাধ্যমে
যদি নিজের গাছের হয় তাহলে তো কথাই নেই
আমাদের বাড়িতে আম কাঁঠালের গাছ আছে মোটামুটি কয়েকটি
এবার গতবছরের তুলনায় আম কম ধরলেও কাঁঠাল বলতে গেলে বাম্পার ফলন হয়েছে
(উল্লেখ্য কেউ চাইলে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে)
প্রত্যক বছর আমি নিজে গাছে উঠি
আম কাঁঠাল পাড়ি
কারন গাছে পাকা আম কিংবা গাছপাকা কাঁঠালের স্বাধই আলাদা
আম প্রায় শেষ
ইতিমধ্যে কাঁঠাল খেয়েছি
আজ সকালে আম্মু হঠাত করে বলল যে গাছ থেকে কাঠাল পাড়তে
শুক্রবার তাই মনে করলাম সকাল সকাল গাছে উঠি
একটি কথা জানলে ভাল হবে যে প্রত্যেক বছর আমাদের গাছে মৌমাছির বাসা থাকে
যথারীতি গাছের প্রথম ধাপ উঠার পর যখন আরো উপরের দিকে উঠতে যাব অমনি কোথাই থেকে যেন আমাকে মৌমাছির দল আক্রমণ করে বসল
চেহারা পুরোটায মৌমাছির কামড় খেলাম
নিজেকে আর কন্ট্রোল করতে নাপেরে গাছ থেকে হাত ছেড়ে দিলাম
ফলে সোজা ১৩ ফিট নিচে পড়লাম
অমনেই চিতকার করতে করতে সোজা রুমে গেলাম
আম্মু চিত্কার শুনে দেখলেন আমার অবস্থা গুরুতর
উনি ততক্ষনাত চুন লাগিয়ে দিলেন মুখের পুরোটায
ব্যাথার ট্যাবলেট খেলাম
এখন মোটামুটি সুস্থ
তাই বলি মানুষের বিপদ বলে আসেনা
আজ এই বিপদ আরো বড় হতে পারতো কিন্তু মহান আল্লহর দয়ায় বড় ক্ষতি থেকে বেঁচে গেছি
এখন আপাতত সুস্থ
সবার কাছে দুআ প্রত্যাশি
বিষয়: বিবিধ
১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন