বুবুর অঙ্গে থোকায় জ্বলে করবে এবার শেষ!

লিখেছেন লিখেছেন নাইস ১৪ জুন, ২০১৩, ০৬:৫৫:৩৪ সন্ধ্যা

আঙ্গ বুবু খাটি মুমিন

সাচ্ছা মুসলমান

দলের লোকের নাস্তার লাগি

শিবির দেয় কুরবান।

চোরমোনাই চলে বুবুর তলে

দেখছেন কোন কথা বলে?

সুযোগ বুজে চলে জ্ঞানী

এরশাদ বিএনপি

বুলেট খাবে ফাও অথবা

জেলে যাবার নি?!

আমার বুবু নিরপেক্ষ

আল্লাহ নবী বাদ

ভগবানের কাছে চাহেন

ক্ষমতার আলো তাপ।

আমার বুবুর দাপট দেহেন

শিবির জামাত করিবে ব্যান

পুলিশ র্যাবের পোষাক দিয়া

আঙ্গ দিছে আইন

ঠুশঠাশ মারি মুসল্লিদের;

বিশ্বে করে মাইন?

আঙ্গ বুবুর দলের তলে

কত ডগের আগুন জ্বলে

লাকী জ্বলে রাজিব জ্বলে

রাজাকারের দেশ

বুবুর অঙ্গে থোকায় জ্বলে

করবে এবার শেষ!

কেউ বলছে লীগরা দেশে

আস্ত কুকুর দল;

নিরিবিলি থাকতে এসো

আঙ্গ বুবুর তল!

বিষয়: রাজনীতি

১১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File