এমন মুসলমানীর কি মূল্য থাকতে পারে?

লিখেছেন লিখেছেন নাইস ১৭ জুন, ২০১৩, ০৮:১৪:২০ রাত

আমি মুসলিম। আমার বাবা মুসলিম। আমার চৌদ্দগোষ্ঠী মুসলমান। আমি মুসলিম পিতার মুসলিম মেয়েকে বিয়ে করেছি। ছেলে মেয়ের নাম মুসলিম রেখেছি। আমার বাড়ির আশেপাশে সবাই মুসলমান। বাড়ির সাথেই বড় একটা মসজিদ। আমি মসজিদে নামাজ পড়ি। রমজানে রোজা রাখি। সময় পেলে কুরআন তিলাওয়াত করি। মানুষের উপকার করি। মুরব্বি দেখলে সামাম করি। আমি এখন যুবক। বড় হলে আমারও দাঁড়ি রাখার শখ আছে। এতিম, গরিব মানুষদের সাহায্য সহায়তা করি। অসুস্থ্য ব্যক্তির সাক্ষাত পায়ে হেঁটে গিয়েই লাভ করি ।

----------------------------------------------------------

কিন্তু আমি সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা রাখা বাদ দেয়াও পছন্দ করি। বিসমিল্লাহ বলা সহ্য করতে পারি না। কারো কাছে কুরআন, হাদীস, ইসলামী বই থাকা পছন্দ করি না। কারো কাছে থাক তা সহ্য করতে পারি না।

----------------------------------------------------------

"নারায়ে তাকবীর-আল্লাহু আকবার" ধ্বনি পছন্দকারীদের ঘৃণা করি, মারধর করি।

----------------------------------------------------------

কুরআনের, হাদিসের আলোচনা বা তাফসীর মাহফীল হলে ১৪৪ ধারা জারী করে সেখানে বুক ফুলিয়ে হাঁটতে ভালবাসি। তাফসির বাদ দিয়ে সেখানে যাত্রা পালা, নাটক, প্রজন্ম চত্তর দিয়ে গান বাদ্য এবং বেশরম মেয়ে ছেলেদের দিয়ে উলঙ্গ অধা উলঙ্গ হয়ে বেহায়াপনা করাকে ওপেন করাটা বড় ভালবাসি।

-----------------------------------------------------------

টুপি দাঁড়ি দেখলে ছাগল বলে সম্ভোধন করি। রাম ছাগল বলি। ছাগু বলে ডাকি। আর যারা এমনটি করে তাদেরকে বাহবা দেই। এসব ভাষা ব্যবহার না করলে নিজেকে প্রগতিশীল মনে হয় না।

-----------------------------------------------------------

আমি মাঝে মাঝে সওয়াবের জন্য হোক বা কাউকে দেখানোর জন্য হোক নামাজ পড়ি; কিন্তু অন্য লোকে নামাজ পড়তে মসজিলে গেলে লগি বৈঠা নিয়ে মসজিদেই মুসল্লীদের পেটাই। যেখানে দেখি টুপি দাঁড়ি সেখানেই তাদেরে খুন করি।

-----------------------------------------------------------

আমি গণতন্ত্র ভালবাসি; কিন্তু আমার মতের উপর কেউ কথা বললে, তাকে রাস্তায় ফেলে থাপ্পর, লাঠি দিয়ে আহত করি, হাত পা ভেঙে দেই। চাকুরী নষ্ট করে দেই।

------------------------------------------------------------

ভালবাসি ইসলাম, ভালবাসি ইবরাহীম (আ) আর ভালবাসি হাজার হাজার আলেমের খুনিদের। খুনির বেটি খুনি স্বনামধন্য বাংগাল কন্যাকে। ভালবাসি তার সব কর্মকান্ডকে। সারাজীবন চুক্তি করা, দেশের সীমানা দিয়ে কিছু কিছু ভারতকে দান করা, সদকা করা, সহযোগীতা করা, ট্রানজিট দেয়া, দেশের মাটির চেয়ে ভারতের মাটি উর্বর করা, দেশের বাহিনীদের ধ্বংশ করে আমৃত্যু ভারতের চামচামী করা। দেশের সব বড় বড় আলেম ধরে ধরে জেলে দেয়া, হত্য করা, তাঁদের নামে মিথ্যা বলা, অপবাদ দেয়া, কুরআন হাদিস নিয়ে ঠাট্রা-বিদ্রুপ করা এসবই আমার পছন্দ। এমনকি রাস্তায় গুলি করে মানুষ মারার পক্ষে। আমি ৬ মে রাতে হেফাজতের হাজার হাজার আলেমের উপর গণহত্যাও মেনে নিয়েছি।

-----------------------------------------------------------

ইসলামি বইকে জেহাদি বই বলি। সত্য কথা বললেই তাকে মৌলবাদী বলি। জঙ্গি বলে মারধর করি। আবার পুলিশে দেই।

-----------------------------------------------------------

আমার যায়গা-জমি ঘর-ভিটা ছাড়া কিছু নেই; কিন্তু বাংলাদেশকে ভারতকে স্বহস্তে দান করি।

-----------------------------------------------------------

-কি লাভ আমার মুসলমানিত্ব দিয়ে?

-কি হবে আমার এমন নীতি দিয়ে?

-দৈত নীতিতে জীবন চালিয়ে মহান আল্লাহর কাছে অবশেষে কি জবাব দিব?

-একবার ভেবে দেখেছি???

বিষয়: সাহিত্য

১৭০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File