আমার নাই!

লিখেছেন লিখেছেন নাইস ১৬ জুন, ২০১৩, ১১:০৫:৩৩ সকাল

যে বাড়িটা আমার কেনা

আমার বাড়ি নাই

জন্মভূমি বাংলাদেশটাও

আমার দেশ আর নাই!

ঘামে ঝরা কামাইর টাকা

আমার কামাই নাই

রক্তে কেনা স্বাধীনতা আজ

স্বাধীন ঘরজামাই।

কষ্টে জানা জ্ঞান ভান্ডারটা

আমার মাথায় নাই

আমার ধর্ম আমার কর্ম

আমার বলতে নাই!

আমার মুখে কথা বলা

আমার কথা নাই

ভুয়া পিতা আসল পিতা

আমার পিতা নাই।

মাথার উপর খোলা আকাশ

খোলা নাহি পাই

নাকটা ভরে নিঃশ্বাস নিতাম

অক্সিজেন আর নাই!

বিষয়: সাহিত্য

১২৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File