মোহরমারা স্বপ্ন

লিখেছেন লিখেছেন নাইস ১৬ জুন, ২০১৩, ০১:৪০:৪৮ দুপুর

যদি স্বপ্নেও দেখতে পারতাম হাসিনা দুই রাকাত নামাজ পড়েছে। মুখে একবারও আল্লাহ শব্দটা উচ্চারণ করেছে তবে একটু ভাল লাগত আমার!

কিন্তু আফসোস! কেয়ামতের আগে বোধয় আমার স্বপ্ন বাস্তবায়ন হবে না! আর হাসিনাও আর আমাদের মত হবে না! আওয়ামীলীগই থেকে যাবে। হবেই বা কিভাবে? আল্লাহ যে তার অন্তরে মোহর (সীল) মেরে দিয়েছেন! আমার কথা না! আল্লাহই বলে দিয়েছেন, ওরা বধির বোবা অন্ধ। সুতরাং তারা কোন দিন ফিরে আসবে না। তাই আমি আমার স্বপ্নকে কলঙ্কযুক্ত করতে চাই না! নিয়ত করেছি এমন স্বপ্ন আর দেখব না..

বিষয়: সাহিত্য

১৩৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File