۞ একটি খুশীর সংবাদ---আরেকটি চুদুর বুদুর সংবাদ ۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৭ জুন, ২০১৩, ০৮:১৮:৪১ রাত



খুশীর সংবাদঃ

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। মিলা ও টিসা দুই জমজ বোন। দুইজনই আজ ডিগ্রী পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাশ করেছে। দুজনের মার্কের ব্যবধান মাত্র ৭১। রেজাল্ট দেখে ওদেরকে ফোন করে অভিনন্দন জানিয়েছি। দুষ্টামী করে ৭১ মার্ক কম পাওয়া টিসাকে আগামী ৭১ দিন একবেলা ভাত কম খাওয়ার জন্য বলি।

সৃষ্টিকর্তার সেরা জীব মানুষ। তিনি মানুষকে কত সুন্দর করে তৈরী করেছেন। কয়েক মিনিটের ব্যবধানে জন্ম নেয়া মিলা ও টিসা দেখতে একই রকম। পরিবারের সদস্যরাও মাঝে মধ্য কে মিলা আর কে টিসা চিনতে পারে না। আর আমি--চেনার---------প্রশ্নই উঠেনা।

একবার এক জমজ ভাবীর বোনকে ভাবী ডাকতে গিয়ে লজ্বায় পড়েছিলাম। কি অদ্ভুত মিল!



চুদুর বুদুর সংবাদঃ

চুদুরবুদুর শব্দ নিয়ে ইদানিং সারাদেশে তোলপাড় চলছে। আমার একমাত্র কন্যা জারিফা আমরিন একটি তিন চাকার সাইকেলের জন্য আমাকে বারবার অনুরোধ করে চলেছে। তার একটাই কথা---দুবাই থেকে তিন চাকার গাড়ী নিয়ে যেতে হবে। (কবে যে আবার দেশে যাব একমাত্র আল্লাহই জানে) আমি এখন ভয়ের মধ্যে আছি কোন সময় সে আবার আমাকে বলে দেয়--------------------------------বাবা, কোন চুদুরবুদুর চলবে না--------------------------আমার জন্য গাড়ী আনতেই হবে----------------------------

মোঘল হেরেমের চুদুর বুদুর যখন সংসদে : গোলাম মাওলা রনি

বিষয়: বিবিধ

১৬৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File