মল্লিক সেনার গর্ব ও দু:খগাঁথা...

লিখেছেন লিখেছেন রণতরী খান ০৪ জুন, ২০১৩, ০৮:০৫:১৩ রাত

এই দুর্যোগকালে রাজপথে সক্রিয়দের অধিকাংশই দেখি মল্লিক সেনা । বিশেষ করে সাংস্কৃতিক আন্দোলনে মল্লিক বাহিনীর দৃঢ় অংশ গ্রহণ দেখে গর্বে বুক ফুলে ওঠে।

কাব্য প্রতিভায় প্রিয় মল্লিক ছিলেন অমর ও অজর। শুধু ইসলামকে ভালবাসায় লাঞ্ছনার জীবন বরণ করতে হয় তাকে। আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম কবি হওয়া সত্বেও তাকে দেয়া হয়নি কবিরই মর্যাদা!

বাম শক্তিগুলো সম্মিলিত আঘাতে ক্ষত-বিক্ষত করেছে তাকে। আর আমরা ডানজীবীরা বার বার তার চলার পথে খাঁমচে ধরেছি ভয়ঙ্করভাবে। তার স্বপ্নগুলো ভেঙে চুরমার করেছি।

তবু সফেদ মনের এ সেনাপতি থামেননি। কোন বাধা মানেননি। নিজের সৃষ্টির পাশাপাশি রেখে গেছেন একদল অনুসারী। যারা আজ রাজপথে ও সাইবার জগতে সমানভাবে সক্রিয় ও পারদর্শী। তাদের জয়োদ্বীপ্ত লেখা পড়েই আমরা আজ সংগ্রামী।

সেইসব মল্লিক সেনাদের প্রতি কৃতজ্ঞতা । আর আমরা এলিট ডানজীবীদের জন্য করুণা । মল্লিকের মতো সোনাপতিকে আমরাইতো চিনতে ভুল করেছি?

বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File