সরকারপন্থী চ্যানেলগুলোর সত্যাশ্রয়ী মিডিয়ার বিরুদ্ধে বিষোদগার বুমেরাং হচ্ছে। এসবি ব্লগের নাম এখন সাধারণ মানুষের মুখে মুখে

লিখেছেন লিখেছেন শাহাবাগ ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:২২:৫২ রাত



গতকাল রাতে হ্যাক করা হয় এসবি ব্লগ। একই সঙ্গে শাহাবাগ থেকে দাবী তোলা হয় এব্লগ বন্ধের জন্য। সকালে সরকার দলীয় চ্যানেলগুলোতে সোনার বাংলাদেশ ব্লগ বন্ধের দাবী সংক্রান্ত খবর প্রচার করে ফলাও করে। সাধারণ মানুষ জানতো না ব্লগ কী ? কাকে বলে ব্লগার ?

শাহাবাগ আন্দোলনের পর বগ্ল সাধারণ মানুষের কাছে পরিচিতি পায়। আর আজকের ঘটনার পর সোনা ব্লগের নাম এখন সাধারণ মানুষের মুখে মুখে।

শাহাবাগের মঞ্চ থেকে দৈনিক নয়া দিগন্ত, আমার দেশ, দিগন্ত টিভি, সংগ্রাম, ইসলামিক টিভি ও দিনকাল পত্রিকাকে বয়কটের আহবান জানানো হয়। কিন্তু ফলাফল হয়েছে উল্টো মানুষ বুঝে গেছে, এ মিডিয়াগুলো সরকারের দালালী করে না। এরা সত্যাশ্রয়ী। এনটিভিসহ বাকী চ্যানেল ও পত্রিকায় এখন শাহাবাগ ছাড়া যেন আর কোন খবর নেই। মানুষ এদের প্রতি তিক্ত বিরক্ত। তারা বুঝতে শুরু করেছে মিডিয়াগুলো কী সীমাহীন দালালী করছে সরকারের। সরকার পরিচালিত শাহাবাগ আন্দোলনের রহস্য এখন উন্মেচিত। চ্যানেল আই আজ সকালে খবরে প্রচার করেছে গতকাল থেকে শাহাবাগে খাবার পানীয় সরবাহ বন্ধ থাকায় অনেকে অভুক্ত রয়েছে । আহা! কী দুর্দশা! আন্দোলনের একি উদ্ভুদ ব্যাপার!

আইন প্রতিমন্ত্রী কামরুলহাসান ,সালমান এফ রহমান ওরফে দরবেশ বাবা, মোজাম্মেল বাবু ও জয় , মাহফুজুর রহমান, গাজী দস্তগীর, ফরিদুর রেজা , শাইখ সিরাজের মতো কট্টর আওয়ামীপন্থী ব্যক্তির মালিকানাধীন মিডিয়া সত্য প্রচার করে আওয়ামীলীগ ও সরকারের বিপে যে ভূমিকা রাখবে না -এটা এখন সবার কাছে পরিষ্কার। কারণ ব্লগার রাজিব হাসানের মৃত্যর বিষয়টি নিঃসন্দেহে দুঃখজনক। বামপন্থীমিডিয়াগুলো এখবর তার বাবা মায়ের সাাতকারসহ ফলাও করে প্রচার করছে। কিন্তু গতকাল কক্সবাজারে পুলিশের সহিংসতায় ৪ জন নিহত হলো। এনিয়ে বিশেষ কোন আইটেম তারা তারা প্রচার করলো না। কী সীমাহীন বিবেকান্ধ আমাদের মিডিয়া। মানুষ এখন বলতে শুরু করেছে, মিডিয়ার নাটক দেখতে আর ভালো লাগে না ,দিগন্ত টিভি ও ইসলামিক টিভি ছাড়া অন্য চ্যানেল দেখা বন্ধ করে দিয়েছি। সবাই নিজ নিজ এলাকায় খোঁজ নিয়ে দেখুন , তারা বলছে দিগন্ত টিভি ও ইসলামিক টিভি ছাড়া অন্য চ্যানেল দেখলে দেশের বাস্তব পরিস্থিতি বুঝা যাবে না।

বিষয়: বিবিধ

১৭৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File