ফেসবুকের আজকের সেরা ছবি

লিখেছেন লিখেছেন এম এ আলীম ১১ মার্চ, ২০১৩, ১১:৪৩:৫৯ রাত



আজকের এই ছবিটি অনেকেই শেয়ার করছেন। ঠিক এমনই একটি ছবি দেখা গিয়েছিল অন্য একটা দেশে তখন ভাবছিলাম আমাদের দেশে কবে এমন সাহসী তরুনরা জন্ম নিবে। সত্যি আজ গর্বে বুক ভরে উঠলো আমাদের তরুনরা জেগে উঠেছে। সকল অন্যায় অবিচার আর দু:শাসনের বিরুদ্ধে তারা আজ রাজপথে বুলেটের সামনে বুক পেতে দিচ্ছে।আমরা যারা সারাদিন কিবোর্ড নিয়ে পড়ে থাকি আসলেই আমরা ভীরু কাপুরুষ। এই তরুনটির সাহসের কাছে হাজারো কলম সৈনিক পরাজয়ে বাধ্য।স্যলুট তোমায় হে বীর সৈনিক।

বিষয়: বিবিধ

৩৪৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File