অন্তচক্ষে দেখেছিনু তাঁরে....!

লিখেছেন লিখেছেন এ কিউ এম ইব্রাহীম ১৯ ডিসেম্বর, ২০১৪, ০২:৪৫:১২ দুপুর



কবিতা:

মনিবকে প্রণাম করেছিল সবে দেহহীন ছিল যবে,

আত্নাদের মিছিল হতে সে কথা তুমিও বলেছিলে।

ছিলনা যখন সুঠাম দেহ, চর্মচক্ষু আর কর্নযুগল

অন্তচক্ষে তুমি সেদিন তোমার রবকে দেখেছিলে।

চক্ষুজোড়া ও কর্নকুহর আজ তিনি দিয়েছেন খুলে,

চর্মচক্ষে যায় না দেখা তাঁরে তাই কি গিয়েছ ভূলে?

সৃষ্টি তাঁহার কতই নিখুঁত দেখ হে্ দুটি চোখ মেলে!

অন্তচক্ষেই করো সন্ধান তাঁরে ফের দৃষ্টি ক্লান্ত হলে।

....................................................................

....................................................................

-তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তাআলার সৃষ্টিতে কোন তফাত দেখতে পাবে না। আবার দৃষ্টিফেরাও; কোন ফাটল দেখতে পাও কি?

অতঃপর তুমি বার বার তাকিয়ে দেখ-তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। (সুরা -মুলক)

(কবিতায় দেহহীন মানে “আলমে আরওয়াহ” কে বুঝানো হয়েছে)

বিষয়: বিবিধ

১৩৭১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295709
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভালো লাগলো পড়ে। কত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করেছেন কিন্তু আমরা কখনো একবার ভেবেও দেখি না কে সৃষ্টি করলো।
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১৯
239243
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : নাস্তিকদের উদ্দেশ্যে বলতে চাই, সত্যি কি আপনি আল্লাহতে দেখতে চান? দেখতে পাবেন তবে চর্মচক্ষুতে নয় অন্তচক্ষুতে। আর সে অন্তচক্ষুকে জাগ্রত করতে হলে ঈমান আনুন এক আল্লাহর উপর আর আমলের মাধ্যমে সাধনা করুন। সত্যিই আপনি আল্লাহকে দেখতে পাবেন, যেভাবে আলমে আরওয়াহে প্রথম দেখেছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই।Good Luck Good Luck Good Luck
295723
১৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২২
আফরা লিখেছেন : ভাল লাগল । জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ।
295727
১৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৪২
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : ওয়াহায়াকাল্লাহু খাইরান। ধন্যবাদ আপনাকেও
Rose Rose Rose Rose
295748
১৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫১
হতভাগা লিখেছেন : সুব'হানআল্লাহ
295911
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩০
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : সুব'হানআল্লাহি অবিহামদিহি।
আপনাকে অনেক ধন্যবাদ। Rose
295933
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
295959
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৯
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : আপনার ভালো লাগলো শুনে আমিও খুশী Happy
Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File