“দাঁত থাকতে কেউ দাঁতের মূল্য বোঝেনা।”

লিখেছেন লিখেছেন এ কিউ এম ইব্রাহীম ১৫ নভেম্বর, ২০১৪, ১২:০৪:৪২ দুপুর



"That you may warn a people whose forefathers were not warned, so they are unaware"

যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন, যাদের পূর্ব পুরুষগণকেও সতর্ক করা হয়নি। ফলে তারা গাফেল। (সূরা: ইয়াছীন-৬)

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

এটি সূরা ইয়াছীনের খুব ছোট্র একটি আয়াত কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং ব্যাপক অর্থবোধক।

প্রচলিত একটি প্রবাদ আছে “দাঁত থাকতে কেউ দাঁতের মূল্য বোঝেনা।”

আমরা কুরআন পেয়েও কুরআনের মূ্ল্য বুঝিনি, কুরআনকে বুকে আঁকড়িয়ে ধরতে পারিনি, কুরআনের যথাযথ হক আদায় করতে পারিনি। অথচ পূর্ববর্তী অনেকেই কুরআন না পেয়ে গাফেল হয়ে গিয়েছে।

কেয়ামতের দিন তাদের হয়ত একথা বলার সুযোগ থাকবে যে, হে মনিব আমাদের নিকট কোন সতর্ক বানী পৌঁছেনি- আমরা তাই সাবধান হতে পারিনি।

কিন্তু কুরআন পেয়েও আমরা কি সে কথা বলার সুযোগ পাবো? হয়ত সেদিন কুরআন স্বাক্ষী দিবে- হে মনিব, তোমার এ বান্দা আমাকে গিলাফ বন্দী করে আলমারীতে লুকিয়ে রেখেছিল। আমাকে অবহেলা করেছিল- তোমার সতর্কবানী জীবনে কখনো পড়ে দেখেনি।

সেদিন কি আমরা পার পাবো?

প্রোপার গাইডলাইন পেয়েও রেললাইন হতে বিচ্যুত হওয়া রেলবগির সঙ্গে আমাদের প্রার্থক্য আছে কি? কুরআন পেয়েও যদি আমরা গাফেল হয়ে থাকি তবে আমাদের মতো কপাল পোড়া আর কে হতে পারে?

বিষয়: বিবিধ

১৩০৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284433
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১২
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া ।
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৪
227673
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : পড়ার জন্য অনেক ধন্যবাদ বোন।
Good Luck Good Luck Good Luck Good Luck
284445
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৭
ফেরারী মন লিখেছেন : জীবনে সব বুঝই কিছু না কিছু বুঝি কিন্তু কুরআনের আলোকে জীবনে গড়তে হবে সেটাই কেবল বুঝি না। হায় আল্লাহ তুমি আমারে কেন এমন বানাইলা Crying Crying Crying
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৫
227674
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : হাল ছেড়ে দেওয়া যাবেনা.....। চেষ্টা করেই যেতে হবে । ধন্যবাদGood Luck Good Luck Good Luck Good Luck
285440
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : মহান আল্লাহ আমাদেরকে হিফাজত করুন এবং জেনে বুঝে আমল করার তাওফিক দান করুন। আমীন।
285479
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪০
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : হায়াকাল্লাহ!!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File