“দাঁত থাকতে কেউ দাঁতের মূল্য বোঝেনা।”
লিখেছেন লিখেছেন এ কিউ এম ইব্রাহীম ১৫ নভেম্বর, ২০১৪, ১২:০৪:৪২ দুপুর
"That you may warn a people whose forefathers were not warned, so they are unaware"
যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন, যাদের পূর্ব পুরুষগণকেও সতর্ক করা হয়নি। ফলে তারা গাফেল। (সূরা: ইয়াছীন-৬)
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
এটি সূরা ইয়াছীনের খুব ছোট্র একটি আয়াত কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং ব্যাপক অর্থবোধক।
প্রচলিত একটি প্রবাদ আছে “দাঁত থাকতে কেউ দাঁতের মূল্য বোঝেনা।”
আমরা কুরআন পেয়েও কুরআনের মূ্ল্য বুঝিনি, কুরআনকে বুকে আঁকড়িয়ে ধরতে পারিনি, কুরআনের যথাযথ হক আদায় করতে পারিনি। অথচ পূর্ববর্তী অনেকেই কুরআন না পেয়ে গাফেল হয়ে গিয়েছে।
কেয়ামতের দিন তাদের হয়ত একথা বলার সুযোগ থাকবে যে, হে মনিব আমাদের নিকট কোন সতর্ক বানী পৌঁছেনি- আমরা তাই সাবধান হতে পারিনি।
কিন্তু কুরআন পেয়েও আমরা কি সে কথা বলার সুযোগ পাবো? হয়ত সেদিন কুরআন স্বাক্ষী দিবে- হে মনিব, তোমার এ বান্দা আমাকে গিলাফ বন্দী করে আলমারীতে লুকিয়ে রেখেছিল। আমাকে অবহেলা করেছিল- তোমার সতর্কবানী জীবনে কখনো পড়ে দেখেনি।
সেদিন কি আমরা পার পাবো?
প্রোপার গাইডলাইন পেয়েও রেললাইন হতে বিচ্যুত হওয়া রেলবগির সঙ্গে আমাদের প্রার্থক্য আছে কি? কুরআন পেয়েও যদি আমরা গাফেল হয়ে থাকি তবে আমাদের মতো কপাল পোড়া আর কে হতে পারে?
বিষয়: বিবিধ
১৩০৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন