পবিত্র ভালবাসা যখন যৌনাকর্ষণ!

লিখেছেন লিখেছেন মারুফ_রুসাফি ১৫ নভেম্বর, ২০১৪, ১২:০৯:৪৫ দুপুর



কি হেডিং দেখে মাথায় রক্ত ওঠে গেছে? কি আর করবো এটাইতো এখন ঘৃণিত সত্য।

কেননা বর্তমান যুগের ভালবাসা মানেই হচ্ছে কিছু সস্থা আবেগ, ২০ টাকায় পার্কের টিকেট কেঁটে বেঞ্চ বুকিং, অল্প টাকায় কিছু সময়ের হোটেল ভাড়া, রিক্সার হোট তোলে একে অপরের উপর গা এলিয়ে দেয়া, এবং যৌনাকর্ষণ। এটাই বর্তমান I Love You শব্দের মিনিংস।

তাহলে এবার আপনারাই বলুন, হেডিং টা এভাবে করা কি ভূল

কিছু হয়েছে? আমার মতে নয়, কেননা উপরে উল্লেখিত সবকটি সংঘটিত হচ্ছে একমাত্র

যৌনাকর্ষণ থেকে।

সত্যি কথা বলতে এরা ভালবাসা শব্দটির মূল্য বুঝে না।

বুঝলে এত্তগুলা সমস্যা হতো না। আর বুঝবেই বা কি করে?

এরা তো ভালবাসাকে বন্ধি করে রেখেছে লিটনের ফ্ল্যাটের চার দেয়ালে। আবদ্ধ

করে রেখেছে চুনোপাথরের গড়া পরিমল স্যার (?) এর

কোচিং সেন্টারের ভিতরে।

আরে শোনে রাখো ভালবাসা কী জিনিস?

তুমি তখনই জানবেঃ

-যখন তুমি পিতা হয়ে সন্তানকে ধমক দিবে, এবং যন্তান ভয়ে কেঁদে ফেলবে।

-যখন বড় ভাই হিসেবে ছোট ভাইকে বকা দেবে, এবং সে কেঁদে কেঁদে মায়ের কাছে বিচার দিবে।

-যখন তুমি স্বামী হিসেবে স্ত্রীকে শাষন করবে, এবং সে অভিমানে কথা না বলে মন খারাপ করে বসবে।

-যখন তোমার কিছুদিনের সংসারে তোমার স্ত্রী এসে তোমাকে জড়িয়ে ধরবে, এবং বলবেঃ তুমি বাবা হতে চলেছো।

-যখন যৌবনের শেষভাগে এসে পৌঁছবে, কোনো প্রয়োজনে তোমার স্ত্রী তোমার থেকে দূরে, এবং তুমি একাকী রাত্রিযাপন করবে।

-যখন তোমার বড়বোনের বিয়ে হবে, তোমার ব্যস্ততার কারণে বোনের বাড়ীতে তুমি যেতে পারবে না, এবং বোন রাগ করে বলবেঃ তুই আর আমার বাড়ীতে আসবি না। সেইদিন তুমি অবশ্যই তুমি তোমার

মনকে জিজ্ঞাসা করবে যে, ভালবাসা কী জিনিস? I Love You

শব্দের আসল অর্থ কি? এই শব্দটি কোথায়, কিভাবে এবং কার বেলায় কার্যকর করতে হয়?

---আশা করি সেইদিন তুমি তোমার অর্থ খোঁজে পাবে।

বিষয়: বিবিধ

১২৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284444
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
ফেরারী মন লিখেছেন : সময় আসুক ভালোবাসার মানে বুঝমানে এবং বুঝায়ে দিবানে Love Struck Love Struck
২৩ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৫৪
230524
মারুফ_রুসাফি লিখেছেন : bla bla bla
284465
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৯
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৫৪
230525
মারুফ_রুসাফি লিখেছেন : welcome

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File