***প্রাচ্যের সেক্সফোর্ড***

লিখেছেন লিখেছেন egypt12 ১৫ নভেম্বর, ২০১৪, ১২:১০:০৭ দুপুর



প্রাচ্যের অক্সফোর্ড হলো আজ সেক্সফোর্ড,

আরও চাও উন্নয়ন? ভুল না’য়ে দিও ভোট।

.

এই সেই ভুল গাড়ি ধংসের পথে,

হামাগড়ি বাদ দিয়ে দৌড়ে হাঁটে।

.

হাঁটারই ফল এটা নব সেক্সফোর্ড,

দৌড়ে গঠিত হবে সেক্সের বোর্ড।

.

ঐ বোর্ডের অনুকূলে স্কুল কলেজে,

পর্ণ-সেক্স শিখবে সব বেলাজে।

.

বেলাজের হাতে আজ ক্ষমতার ছড়ি,

অপমানে সেরে গেছে লজ্জার বুড়ি।

.

তাই আজ ধর্মে-কর্মে মেলে বহিস্কার,

পর্ণ নায়িকা হলে মৃদু তিরস্কার।

.

১৫.১১.১৪

http://www.bdmonitor.net/newsdetail/detail/200/97958

বিষয়: সাহিত্য

১৫৭১ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284407
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩১
প্রবাসী যাযাবর লিখেছেন : সোনার বাংলাদেশে সোনার বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেমেয়েরা তাদের সোনাগুলো নিয়ে একটু আধটু নাড়াচাড়া করতেই পারে । এতে এত হৈচৈ করার কি আছে । ঘুষ খাওয়া যেমন বৈধ, তেমনি ওদের নষ্টামীও বৈধ , জয় বাংলা ।
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৯
227603
egypt12 লিখেছেন : ...ভাগ্য বিধাতা Frustrated
284420
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০১
মামুন লিখেছেন : খুবই দুঃখজনক।
নৈতিকতার এত অধঃপতনে কষ্ট পেলাম। Crying
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৮
231157
egypt12 লিখেছেন : পুরো জাতি মর্মাহত Frustrated
284436
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২২
হতভাগা লিখেছেন : ঢাবিতে পড়াশোনার চেয়ে অন্য কিছু বেশী বেশী হয়
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৮
231156
egypt12 লিখেছেন : এজন্যই তো নতুন নাম সেক্সফর্ড Tongue
284440
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৫
ফেরারী মন লিখেছেন : Thumbs Up অনেক সুন্দর হয়েছে ... ভালো লাগলো। অনেক সত্য ঘটনা সুন্দরভাবে ফুটে উঠেছে।
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৭
231155
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Love Struck
284461
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৬
বড়মামা লিখেছেন : গরীব মানুষ মা পাবে প্রয়োজন মত টাকা দেয় না, বিচরীরা কি করবে, তাদের যা আছে তাই দিয়ে ব্যবসা শুরু করতে চাইছে আর কি।
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৭
231154
egypt12 লিখেছেন : ভালো তো ভালো না!?
284502
১৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভেশ ভেশ!!!!

কেমন আপনার জন্য এই বিশ্ববিদ্যালয় এর একজন ছাঃলিঃ নেত্রির সাথে বিয়ের ব্যবস্থা করা যাক!!!!
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৭
231153
egypt12 লিখেছেন : আমার সাথে আপনার কোন জন্মের শত্রুতা ভাই? Tongue
284560
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:২১
প্রবাসী মজুমদার লিখেছেন : লক্ষ্যণীয় হল, ওরা কিন্তু এদেরকে ফ্লাশ করে বিচার করেনা। আবার নামাজরত ছাত্রীকে....। এটি জাতিকে অভ্যস্থ করছে। আল্লাহ তুমিই বড় বিচারক।
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৬
231152
egypt12 লিখেছেন : উনার পাকড়াও হতে কি বাচা যাবে?
284574
১৫ নভেম্বর ২০১৪ রাত ১০:০২
শেখের পোলা লিখেছেন : উত্তম বিদ্যা পিঠে শিক্ষা হবে পাকা
তাইতো সেথা ঘোরে চেতনার চাকা৷
পর্ণ সে ঘৃণ্য আগে ছিল বটে
আজ তাহা সভ্যতা চেতনার ভোটে।
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৬
231151
egypt12 লিখেছেন : হুম ঠিক বলেছেন বটে Love Struck
285053
১৭ নভেম্বর ২০১৪ রাত ০২:৫১
আব্দুল গাফফার লিখেছেন : ডিজিটাল চেতনায় দেশটা কোথায় থেকে কোথায় যাচ্ছে ? Sad Sad
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৫
231150
egypt12 লিখেছেন : জাহান্নামে Broken Heart
১০
287441
২৪ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪০
যা বলতে চাই লিখেছেন : ঢাকা বিশ্ববিদ্যালয় কে নিয়ে এভাবে লিখলে দুঃখ পাই। কারণ এ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য মহৎ। এ বিশ্ববিদ্যালয় অনেক মহান নেতৃত্ব ও ব্যক্তিত্ব জাতিকে উপহার দিয়েছে। তবে, বর্তমান মানবতা বিরোধী সরকার কর্তৃক নিযুক্ত পদলেহী প্রশাসন এবং তাদের ছত্রছায়ায় বেড়ে উঠা নৈতিকতা বিরোধী দখলদার ছাত্রসংগঠনের অশ্লীলতার কারণে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এর পুরোপুরি দায় এ সরকার, তত্ত্বীয় প্রশাসন এবং সরকারের অন্ধসমর্থক গোষ্ঠীকেই নিতে হবে।
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৫
231149
egypt12 লিখেছেন : আপনার সাথে একমত।
১১
291743
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুন লিখেছেন।
২০ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৩
239346
egypt12 লিখেছেন : ধন্যবাদ সিরাজ ভাই Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File