***প্রাচ্যের সেক্সফোর্ড***
লিখেছেন লিখেছেন egypt12 ১৫ নভেম্বর, ২০১৪, ১২:১০:০৭ দুপুর
প্রাচ্যের অক্সফোর্ড হলো আজ সেক্সফোর্ড,
আরও চাও উন্নয়ন? ভুল না’য়ে দিও ভোট।
.
এই সেই ভুল গাড়ি ধংসের পথে,
হামাগড়ি বাদ দিয়ে দৌড়ে হাঁটে।
.
হাঁটারই ফল এটা নব সেক্সফোর্ড,
দৌড়ে গঠিত হবে সেক্সের বোর্ড।
.
ঐ বোর্ডের অনুকূলে স্কুল কলেজে,
পর্ণ-সেক্স শিখবে সব বেলাজে।
.
বেলাজের হাতে আজ ক্ষমতার ছড়ি,
অপমানে সেরে গেছে লজ্জার বুড়ি।
.
তাই আজ ধর্মে-কর্মে মেলে বহিস্কার,
পর্ণ নায়িকা হলে মৃদু তিরস্কার।
.
১৫.১১.১৪
http://www.bdmonitor.net/newsdetail/detail/200/97958
বিষয়: সাহিত্য
১৫৭১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নৈতিকতার এত অধঃপতনে কষ্ট পেলাম।
কেমন আপনার জন্য এই বিশ্ববিদ্যালয় এর একজন ছাঃলিঃ নেত্রির সাথে বিয়ের ব্যবস্থা করা যাক!!!!
তাইতো সেথা ঘোরে চেতনার চাকা৷
পর্ণ সে ঘৃণ্য আগে ছিল বটে
আজ তাহা সভ্যতা চেতনার ভোটে।
মন্তব্য করতে লগইন করুন