জনসংখ্যা বোঝা নয়!
লিখেছেন লিখেছেন এ কিউ এম ইব্রাহীম ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৪৭:৪৩ সকাল
জনসংখ্যা কখনোই বোঝা নয় বরং তা নিশ্চিত জনশক্তি। স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য বহুল জনসংখ্যাই একমাত্র প্রধান উপাদান।
ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ এবিষয়টি উপলব্ধি করতে সক্ষম হয়েছে।
তারা এখন জনসংখ্যা বৃদ্ধির উপর ব্যাপক জোর দিচ্ছে, উৎসাহ দিচ্ছে।
চিন বিশ্বের অন্যতম জনবহুল দেশ হয়েও পরাশক্তি হওয়ার পথে!
তারা বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে।
তবে জনসংখ্যাকে জনশক্তিকে রূপান্তর না করলে ফলাফল উল্টো হবে, এটাই স্বাভাবিক। বৃহৎ জনগোষ্ঠীর জন্য শিক্ষা এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
বর্তমান বিশ্বে সকল জাতীই খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জনের জন্য ব্যাপকভাবে চেষ্টা-সাধনা করে যাচ্ছে। আমাদেরকে সে তূলনায় পিছিয়ে থাকলে চলবেনা।
আমাদের জমিগুলোর উর্বতা ফিরিয়ে আনতে কার্যকরী ভূমিকা গ্রহন করতে হবে।
কৃষিখাতে ভর্তুুকি বাড়াতে হবে, কৃষকদেরকে প্রশিক্ষন দিতে হবে, উৎসাহ ভাতা দিতে হবে। শিক্ষিত জনগোষ্ঠীকে দক্ষ করে তোলার জন্য কারিগরী প্রশিক্ষন কেন্দ্র বাড়াতে হবে। আমরা আর পিছিয়ে থাকতে চাইনা, কারো দয়া-দাক্ষিন্যের দ্বারস্তও হতে চাইনা। আমাদের মেধা আছে, তা কাজে লাগাতে হবে।
বিষয়: বিবিধ
১৩৮৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আললাহর দুনিয়ার বাইরে চলে গেলে ই তো হয়
ধন্যবাদ আপনাকে
কোন মুমিম? শাহবাগের মুমিন?
আমারে হ্যার ঠিকানাডা দ্যান?
হ্যারে একটু দেইখবার মুঞ্চায়!
হ্যায় এত ক্ষমতা কইত্তে পাইল?
হ্যায় নাকি কুকুর বিড়ালের লাহান বংশ বিস্তার করতে পারে!
যা মানবের জন্য মোষ্ট রেয়ার।
আর তা আপনে ক্যামনে জানেন?
আপনওি কি হ্যার পাল্লায় পড়ছেন নাকি? তো আপনি কয়ডা বিঁয়াইছেন?
মনে হয় ঠিক বলেছেন ভাই।
বাঙ্গালী শক্তের ভক্ত নরমের জম!
মন্তব্য করতে লগইন করুন