পেয়াজ রশুনের ভালোবাসা দিবস

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৫৩:২৯ সকাল



ভালোবাসা দিবসে কি চাও বলো রওশন

যদি বলি ফিরিয়ে দাও আগের সেই যৌবন!

সেতো হবার নয় অন্য কিছু চাও

তাহলে জাতীয় পার্টি আমাকেই দিয়ে দাও।


বল কি? আমার কি হবে? মামলা হলে সচল

দল হাতছাড়া হলে আমিযে খুব অচল।

একপা কবরে একটু আগে না'হয় গেলে

আমার খুব ভালো লাগে সরকারী হাওয়া খেলে।


গোলাম কাদের, তার কি হবে? সে'তো আমার ভাই

এই তোমার ভালোবাসা? চাতুরীর অভাব নাই।

আহা আহা রাগ করেনা ভেবে দেখি কিছুটা সময়

ভাবতে থাকো এই বয়েসে প্রেম না জাগলেই হয়।


দুষ্টু মেয়ে রয়ে গেছো আগের মতোই দুষ্ট

অতশত বুঝিনা দল হাতছাড়া হলে হবে তোমার কুষ্ঠ।

বিষয়: বিবিধ

৮৯৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359489
১৪ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:২২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৪৮
298048
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
359526
১৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আহারে!!!
১৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১০
298066
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue
361339
০৫ মার্চ ২০১৬ রাত ০১:০৭
আশাবাদী যুবক লিখেছেন : আমি চিৎকার করে হাসিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৩৩
299462
বাকপ্রবাস লিখেছেন : তাহলে পেয়াজ রসুনের সাথে আদাটাও দরকার
361422
০৫ মার্চ ২০১৬ বিকাল ০৪:৪৪
আশাবাদী যুবক লিখেছেন : Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File