পেয়াজ রশুনের ভালোবাসা দিবস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৫৩:২৯ সকাল
ভালোবাসা দিবসে কি চাও বলো রওশন
যদি বলি ফিরিয়ে দাও আগের সেই যৌবন!
সেতো হবার নয় অন্য কিছু চাও
তাহলে জাতীয় পার্টি আমাকেই দিয়ে দাও।
বল কি? আমার কি হবে? মামলা হলে সচল
দল হাতছাড়া হলে আমিযে খুব অচল।
একপা কবরে একটু আগে না'হয় গেলে
আমার খুব ভালো লাগে সরকারী হাওয়া খেলে।
গোলাম কাদের, তার কি হবে? সে'তো আমার ভাই
এই তোমার ভালোবাসা? চাতুরীর অভাব নাই।
আহা আহা রাগ করেনা ভেবে দেখি কিছুটা সময়
ভাবতে থাকো এই বয়েসে প্রেম না জাগলেই হয়।
দুষ্টু মেয়ে রয়ে গেছো আগের মতোই দুষ্ট
অতশত বুঝিনা দল হাতছাড়া হলে হবে তোমার কুষ্ঠ।
বিষয়: বিবিধ
৮৯৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন