সুখ!!
লিখেছেন লিখেছেন এ কিউ এম ইব্রাহীম ০৭ ডিসেম্বর, ২০১৪, ০৫:৫৯:৪১ বিকাল
যদি আমায় প্রশ্ন করো
তুমি কি ভাই সুখী?
মুচকি হেসে বলব শুধু
থাকব কেন দুখী?।
আমার কাছে সুখের অর্থ
নয়ত সবার মত,
সুখ কে নিয়ে মতানৈক্য
থাকুক না ভাই শত।
সুখের চাবী নয়ত দূরে
কাছেই খুঁজে পাবে,
চেষ্টা করো আমার মত
তোমরাও সুখী হবে।
চাওয়া পাওয়া দাও কমিয়ে
সন্তোষ রাখো মনে,
সুখী মানুষ তুমিও হবে
লক্ষ-কোটি জনে।।
বিষয়: বিবিধ
১২৯৯ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই চাওয়া পাওয়া কম ভাই
সন্তোষ রাখো মনে,
সুখী মানুষ তুমিও হবে
লক্ষ-কোটি জনে।।
সুন্দর লিখেছেন ভাই, তবে এইভাবে হলে
ছন্দে পতন হবে না-
চাওয়া পাওয়া দাও কমিয়ে
সন্তোষ রাখো মনে,
সুখী মানুষ হবে তুমি
লক্ষ-কোটি জনে।।
শুভেচ্ছা রইলো সতত-নিরন্তর।
আপনাকে অনেক ধন্যভাদ ভাই।
মন্তব্য করতে লগইন করুন