কবিতাঃ প্রভূর ঋণ -ইব্রাহীম মাহমুদ

লিখেছেন লিখেছেন এ কিউ এম ইব্রাহীম ২১ মার্চ, ২০১৫, ০২:৩১:৩৫ দুপুর

শুনুন ইউটিউবেঃ

আমায় সৃজন করবার আশায়,

গড়লেন জনক জননী।

তারও আগে প্রভূ সাজালেন ফুলেল,

সুন্দর একটি ধরণী।।

বিন্দু জলের শুরু যাহার,

নগণ্য তুচ্ছ অতি।

ভ্রুনের জন্ম না হলে তাতে,

হতোনা রবের ক্ষতি।।

হায়! কত ভ্রুন মরেছে অকালে,

রেখেছে কে তার খবর?

আমারি বেলায় কি যেন ভেবে,

দিয়েছেন প্রভূ কদর।।

রক্তপিন্ড হয়েছিল পেশী,

মহিয়ানের ইশারায়।

একটি দূর্বল শিশু হয়ে,

আমি এসেছি দুনিয়ায়।

হায়রে! কত মায়ের বাছা,

মরেছে উদর মাঝে।

সেই শোকেতে বুক ভাসালো,

নিত্য সকাল সাঁঝে।

কতো মায়ের মৃত বাছা,

আসলো এই ধরাতে।

অধিক বেশি হয়নি অবাক,

ভবের মানুষ তাতে।।

কত ভাল ভাগ্য আমার,

জীবিত এসেছি আমি।

আমায় ভালবাসতেন বুঝি,

মহান অন্তর্যামী।

হায়রে কত শিশু এসেছে,

দৃষ্টি শক্তি হীন।

এ জনমে কে পারিবে,

শোধাতে প্রভূর ঋণ?

https://www.youtube.com/watch?v=zBruYG5oAZI

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310246
২১ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩০
গাজী সালাউদ্দিন লিখেছেন : [q]হায়রে! কত মায়ের বাছা,

মরেছে উদর মাঝে।

সেই শোকেতে বুক ভাসালো,

নিত্য সকাল সাঁঝে। [/q

বাহ! মাশাআল্লাহ। খুব খুব খুব ভাল লিখেছেন। আমি ইউটিউবে শুনে নিয়েছি। খুবি খুবি ভাল লেগেছে। এমন প্রতিভা আল্লাহ আপনাকে দিয়েছেন, শোকরিয়া আদায় করেনতো?
২১ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৯
251285
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।Good Luck Good Luck
310251
২১ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৮
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : আলহামদুলিল্লাহ।
310268
২১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া ।
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:১৯
251445
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ বোন Good Luck Good Luck Good Luck .....।
310364
২২ মার্চ ২০১৫ রাত ০২:২৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চিন্তা করবার মত বিষয় কাব্যে তুলে ধরার জন্য ধন্যবাদ। ভালো লাগলো।
310464
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:২০
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : অনেক ধন্যবাদ বোন Good Luck Good Luck Good Luck....।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File