জ্বালো প্রদিপ !
লিখেছেন লিখেছেন এ কিউ এম ইব্রাহীম ০৩ ডিসেম্বর, ২০১৪, ১০:৪৬:১৯ রাত
প্রচার করো একটি কথাও হয় যদি তা ভালো,
সাধ্য হলে অমানিশায় একটি প্রদিপও জ্বালো।
পরের তরে জ্বালাও প্রদিপ-তুমিও পাবে আলো,
ভালো কথা মুছবে আগে তোমার মনের কালো।
ন্যায়ের কথা বলতেই হবে- ন্যায়ের হবেই জয়,
ন্যায়ের পথেই চলতে হবে- দূর করে সব ভয়।
বিষয়: বিবিধ
১৬০৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন