আওয়ামীলীগের ভিশন ২০২১ এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের ২০২১ সালের পরিকল্পনার ব্যপক মিল।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৯ ডিসেম্বর, ২০১৪, ১২:০৪:০০ দুপুর
আওয়ামীলীগের ভিশন ২০২১ এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের ২০২১ সালের পরিকল্পনার মধ্যে ব্যপক মিল।
২০২১ সালের মধ্যে ভারত মুসলিম ও খ্রিস্টানমুক্ত হবে: উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর ঘোষণা।
সাবধান বাংলাদেশ। ধর্ম নিরপেক্ষতার আড়ালে ভয়াবহ নীল নকশা।
উগ্র হিন্দুত্ববাদী আরএসএসের শাখা ‘ধর্ম জাগরণ মঞ্চ’র সভাপতি রাজেশ্বর সিংয়ের দাবি, ‘ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্টস’ অ্যাক্ট পড়ুন, তাতে লেখা আছে, ভারত হিন্দুদের এবং পাকিস্তান মুসলিমদের।’ তার আরো দাবি, 'ভারত মুসলমানদের জন্য নয়, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, আপনারা সেখানে গিয়ে থাকুন।'
এই খবরটি এবিপি নিউজ ছাড়াও সাহারা সময়, নবভারত টাইমস, আজতক, আই বি এন-৭, শ্রী নিউজ, প্রভাত খবরসহ ভারতের প্রায় সকল বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
http://www.saharasamay.com/nation-news/676566300/will-convert-all-christians-and-muslims-in-india-by-2021-rajeshw.html
১৮ ডিসেম্বর ২০১৪ ‘এবিপি’ হিন্দি নিউজ চ্যানেলসহ বিভিন্ন ওয়েবসাইট গণমাধ্যমে প্রচারিত সংবাদে বলা হয়েছে,‘রাজেশ্বর সিং বলেছেন, ‘মুসলমান ও খ্রিস্টানদের ভারতে থাকার অধিকার নেই। ইসলাম বিদেশি ধর্ম। যদি ওরা মুসলমান হয়ে ভারতে থাকতে চায়, ওদের থাকে দেয়া হবে না। তা সে বাংলাদেশি হোক বা অন্য কেউ হোক। এই দেশ মুসলমানদের সম্পত্তি নয়।’
খ্রিস্টানদের নিয়ে উগ্র হিন্দুত্ববাদী আরএসএসের শাখা ‘ধর্ম জাগরণ মঞ্চ’র সভাপতি রাজেশ্বর সিংয়ের দাবি, ‘এখানে তাদের শাসন নেই। যখন তাদের শাসন ছিল, তখন তারা থাকতে পারতেন। যদি ভারতীয় খ্রিস্টান হয়, তাহলে তাদের হিন্দু হয়ে থাকতে হবে। বিদেশি হলে, তাদের ফিরে যেতে হবে। এতা আমাদের সত্য অনমনীয় নীতি।’
ধর্মান্তরকরণ ঘটনা ভারতের পার্লামেন্টে বিতর্ক চলার মুহুর্তে আবার আপত্তিকর বিবৃতি দিলেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের শাখা ‘ধর্ম জাগরণ মঞ্চ’র সভাপতি রাজেশ্বর সিং। তার দাবি, ২০২১ সালের মধ্যে ভারত মুসলিম এবং খ্রিস্টানমুক্ত করা হবে।
বিষয়: বিবিধ
২৩৬৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেখানে ২০-২৫ কোটি মুসলমান+খৃস্টান । এদের সাথে ঝামেলায় গেলে ভারতেরই সমস্যা হবে । এমনিতেই তাদের বিভিন্ন রাজ্যে স্বাধীনতার জন্য আলাদা দল কাজ করছে ।
বাইরের থেকে দেখলে খুব একাট্টা মনে হলেও ভেতরে ভেতরে এদের মধ্যে বিভাষন তুষের আগুনের মত জ্বলছে । যে কোন একটা বিরাট ইস্যু এলেই দাউ দাউ করে তা জ্বলে উঠবে ।
যে বন্ধু থাকলে আর শত্রুর দরকার হয় না সেই আমেরিকা এটাকে কাজে লাগাবে ।
ভারতের সাথে তার কোন প্রতিবেশীরই সুসম্পর্ক নেই । এটা একটা রাষ্ট্রের অখন্ডতার জন্য হুমকি স্বরুপ।
েক সময় না এক সময় এটা বিরাট আকার ধারন করবে।
মন্তব্য করতে লগইন করুন