শিশু হত্যাকারীরা মুসলমান নয়

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৯ ডিসেম্বর, ২০১৪, ০৩:০২:২৩ দুপুর

জানি না কারা আসলে এই নিষ্পাপ শিশুগুলোকে হত্যা করেছে। যারাই করুক এরা অন্তত মুসলমান হতে পারে না। কোন মুসলমান এমন জঘন্য কাজ করতে পারেন না।

আমরা এই জঘন্যকাজের নিন্দা জানা

এই ধরণের লোকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সকলের নৈতিক ও ইমানী দায়িত্ব।

তবে, যারা গোপনে গোপনে এসব কাজের ইন্ধন দিচ্ছেন তাদের মুখোশও উন্মোচিত হওয়া দরকার। তারাও মানবতার শত্রু। এদেরকেও আমাদের মন উজাড় করা ধিক্কার।

যারা ছোট খাটো বিষয় নিয়ে মিছিল-মিটিং করতে ভালোবাসেন তারা কি এই জঘন্য কাজের নিন্দা করে একটা মিছিল বের করতে পারতেন না?

বিষয়: বিবিধ

১২০৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295708
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৮
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : পবিত্র ইসলাম ধর্মের নামে আত্নঘাতী হামলা এবং শিশুহত্যা করা আবিস্কার করলো কারা এটা সত্যিই বের করা দরকার।
295714
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৯
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : ওরা মুসলমান কিনা জানি না।

তবে ওরা যে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, ইহুদী অথবা এথিস্ট নন সেটা নিশ্চিত। ধন্যবাদ।
295716
১৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:০০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : হাহা, নিতান্তই হাসালেন! এরা যদি মুসলমান না হয় তো মুসলমান কে? আপনি?


295728
১৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫২
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : মিস/মিসেস মুক্তি, ছবিতে কিন্তু ক্লিন শেভড লোকও দেখা যাচ্ছে। তাছাড়া বাজারে আলগা দাড়ীও কিনতে পাওয়া যায়। কেবল দাড়ী-টুপী পড়লেই মুসলিম হয়ে যায় কে শেখালো আপনাকে?
295731
১৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৪
আবু মারইয়াম লিখেছেন : This is a crime!
What Pakisthan army and US army is doing in Wajiristhan is also a crime! I would say this was a consequences of what pakistha army is doing since last few years in Wajiristhan, khaiber and in other tribe area!
295778
১৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : You are a decent blogger I like you. But my request to you please don't be one eyed man. Obviously you are right those butchers can't be Muslim who kill innocent children but don't you know the tragedy of Wajiristhan? Us drone bombing killed 3000 innocent people but Pakistan didn't take any action to stop this. That why tehrik e Taliban grew up there they picked up weapons but Pak rulers sent army and air force to kill the rebels few days ago Pak army destroyed the Waziristan area. Killed more than 1200 people. So Pak rulers and army liable for this crime. Those people also Muslim even better than Pakistani nationalist-secular Muslims. After the tehrik school attack Pak army again start another army operation at Waziristan already 64 people died. Please if you want to talk for Muslims then talk for all. Don't be one eyed
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৫
239300
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা তো কোন যুক্তি হতে পারেনা যে আমার সন্তান কেউ হত্যা করেছে আমি তার সন্তান কে হত্যা করব। এটা তো জাহিলিয়াত এর প্রতিশোধ এর পন্থা।
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৮
239303
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : রিদওয়ান ভাই আমি কি কাউকে সাপো্র্ট করেছি? আমি বলেছি একচোখা রীতি থেকে বের হয়ে আসার কথা। আজ তেহরিক যে হত্যাকান্ড চালিয়ে পাকিস্তানের সভ্য নাগরিকদের কাদিয়েছে সেই একই হত্যাযজ্ঞ পাক আর্মিও চালিয়েছে ওযারিস্তানের মানুষের উপর। তাদের কি অনুভূতি নেই?? তারা কি মুসলিম ছিলনা?? কিন্তু আজ যেমন পাকিস্তানের শিশুদের জন্য আবেগ দেখানো হচ্ছে, ইসলামের কথা উঠানো হচ্ছে সেটি কেন তাদের কপালে জোটেনা? ইসলাম তো সমতার কথা বলে সবার জন্য কিন্তু এলিটদের কিছু হলেই আমাদের মুখ ফোটে। যখন দুএকজন মার্কিন সাংবাদিক ইরাকে মারা যায় আমরা কোরানের আয়াত বের করে মানবতার কথা বলি কিন্তু যখন কোন মুসলিম অমুসলিমদের হাতে বর্বরতার শিকার হয় আমরা তখন চুপ থাকি। আমি এই. দ্বৈত নীতির বিরোধিতা করেছি। কারো পক্ষে বলিনি।
295824
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সহমত।
এটা কোনভাবেই ইসলাম সমর্থিত নয়। এর বিরুদ্ধে প্রতিবাদ করা জরুরি।
295829
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : রিদওয়ান ভাই আমি কি কাউকে সাপো্র্ট করেছি? আমি বলেছি একচোখা রীতি থেকে বের হয়ে আসার কথা। আজ তেহরিক যে হত্যাকান্ড চালিয়ে পাকিস্তানের সভ্য নাগরিকদের কাদিয়েছে সেই একই হত্যাযজ্ঞ পাক আর্মিও চালিয়েছে ওযারিস্তানের মানুষের উপর। তাদের কি অনুভূতি নেই?? তারা কি মুসলিম ছিলনা?? কিন্তু আজ যেমন পাকিস্তানের শিশুদের জন্য আবেগ দেখানো হচ্ছে, ইসলামের কথা উঠানো হচ্ছে সেটি কেন তাদের কপালে জোটেনা? ইসলাম তো সমতার কথা বলে সবার জন্য কিন্তু এলিটদের কিছু হলেই আমাদের মুখ ফোটে। যখন দুএকজন মার্কিন সাংবাদিক ইরাকে মারা যায় আমরা কোরানের আয়াত বের করে মানবতার কথা বলি কিন্তু যখন কোন মুসলিম অমুসলিমদের হাতে বর্বরতার শিকার হয় আমরা তখন চুপ থাকি। আমি এই. দ্বৈত নীতির বিরোধিতা করেছি। কারো পক্ষে বলিনি।
২০ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৫৬
239307

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আপনি একটি কথাই বারবার ছাপিয়ে ঘ্যানর ঘ্যানর করছেন। খুব বিরক্তিকর, এটা বুঝেন তো?

মানুষ তো ইসলাম থেকে শিখতে চায়। দাবি করা হয়- "ইসলাম আল্লার মনোনিত একমাত্র সত্য ধর্ম, শান্তির ধর্ম, উম্মার ধর্ম, নারী মুক্তির ধর্ম, ইসলামে শিশু হত্যা হারাম, মানুষ হত্যা হারাম, সব মুসলমান ভাইভাই, .... এমন অনেক চটকদার কথা।"

কিন্তু ভাইজান, বৃক্ষের পরিচয় ফলে। পাকিস্তানী সৈন্যরা মর্দে মুসলমান, টিটিপি জেহাদীরাও মুসলমান। ওনারা সবাই কোরান বুঝেন, হাদিস বুঝেন, নবীর জীবনী বুঝেন। কিন্তু তারপরও ওদের নিজেদের মাঝে এত কাইজ্যা ফ্যাসাদ কেন! অবস্থা এমন হয়েছে যে এখন ইসলামের শত্রু(তথাকথিত) কতল করার জন্য ইহুদী-নাসারা-ভারতের পিছে লাগার দরকার হয় না। কোরাণের আলোয় আলোকিত মুসলমানরা একে আপরকে কতল করে ইসলাম কায়েমের জন্য যথেষ্ট। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File