কন্যার পিতার সৎ পাত্রের সন্ধান
লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ২১ আগস্ট, ২০১৩, ০৮:১৫:০৭ রাত
একদা এক গ্রাম্য ঘটক এক বিবাহ বয়ষ্কা কন্যার পিতার নিকট আসিয়া কহিল আপনার কন্যার লাগিয়া আমি কি কোন রাজপুত্র দেখিব…?উত্তরে পিতা কহিল হ্যা অবশ্যই দেখিবে তবে ছেলেটা কিন্তু হইতে হইবে সৎ ও ভদ্র।তাহার পরে তাহার অন্য পরিচয়।ঘটক মশায় কহিলেন আচ্ছা ঠিক আছে আমি আপনার নিকট কিছু পাত্রের বিবরণ পেশ করিতেছি,পছন্দ হইলে বলিবেন।পাত্র নং ১ঃ রাজপুত্রের ন্যায় চেহারা,শিক্ষিত মার্জিত আর ভ্দ্রতার কথা জনমুখে একবাক্যে প্রসংশনীয়।তবে আর্থিক অবস্থা একটু দুর্বল।
পাত্র নং ২ঃ মোটামুটি সুদর্শন,শিক্ষিত মার্জিত ও ভদ্র।আর্থিক অবস্থা ১ম পাত্রের তুলনায় খানিকটা স্বচ্ছল।
পাত্র নং ৩ঃ দেখিতে তেমন সুদর্শন না এবং শিক্ষার ব্যাপারে কিন্চিত অনিহা আর ভদ্রতায় সামান্য উগ্র।তবে আর্থিক অবস্থা ব্যাপক স্বচ্ছল।পিতার অঢেল সম্পদের দরুন সামান্যয় বখে যাওয়ার পথে।
এখন বিবেচনা আপনার হস্তে।
কন্যার পিতা চিন্তিত কন্ঠে কহিলেন আমি ৩ নং পাত্রের কথা একটু ভাবিয়া দেখিতে চাই।তুমি পরে আসিয়া খবর লইও।
ঘটক মশায় মনে মনে কহিলেন সব কন্যার বাপকেই আমার চেনা আছে।সকলেই এই ৩ নং পাত্রের ন্যায় ভদ্র ও মার্জিত পাত্রকেই বাছিয়া লয়।হুদায় ভাল পাত্রের সন্ধান করিয়া ভন্ডামী করিয়া থাকে।
বিষয়: বিবিধ
১৮০০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন