সন্তানের সঠিক বয়সে বিয়ে দিয়ে অবৈধ সম্পর্কের পাপ থেকে বিরত রাখেন…
লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:৩৯:৩৩ সন্ধ্যা
মেয়ের বয়স ১৬ কি ১৭।একদিন মেয়েটা বাবাকে বলল,বাবা আমি তোমাকে ছেড়ে কোনদিন কোথাও যাব না।আমি কোনদিন বিয়ে করব না।বাবা মুচকি হেসে বললেন,পাগলি মেয়েটা আমার বাবাকে এতো ভালবাসিস…?বাবা মনে মনে কতই না খুশি মেয়ের এমন ভালবাসা দেখে।কিন্তু বাবা কখনোই মেয়ের মনের কথাটা বোঝার চেষ্টা করলো না।হঠাৎ মেয়েটা কেন এমন কথা তাকে বলল।মেয়েটা যে একটা ছেলেকে ভালবেসে দুঃখ পেয়ে তার দুঃখটা বাবার কাছে এইভাবে প্রকাশ করছে এটা এই বাবা কখনোই বঝার চেষ্টা করে না।পরে যখন অন্যের কাছ থেকে শোনে তখন রাগে ক্ষোভে জোর করে মেয়েটার বিয়ের জন্য উঠে পড়ে লেগে যায়।বাবাটা যেন এতদিন ভাজা মাছটা উল্টে খেতেই জানতো না।সব দোষ এখন মেয়ের,সে মেয়েকে কত আদর ভালবাসা দিয়েছে,মেয়ের সাথে বন্ধুর মত আচরণ করেছে মেয়ের সকল দুঃখ কষ্ট নিজের করে নিয়েছে আর আজ এই মেয়েটা তার বাবাকে এত বড় একটা কথা গোপন করে দিনের পর দিন মিথ্যা বলতে কিভাবে পারল…?
আরে মিয়া আপনার এই বাবাগিরির ভন্ডামী থামান মেয়ের সব দুঃখ কষ্ট আর ভালমন্দ বুঝেছেন আর মেয়ের যে বয়স হয়েছে তার তো একটা চাহিদা আছে বুঝেছেন কখনো…?আপনি কখনো ঐ বয়সের ছিলেন না…?জানেন না কখন একটা মেয়ে তার একটা সঙ্গি অনুভব করে…?আপনার কি কখনো ঐ অনুভুতি হয় নাই…?আপনার বেলাই ঐটা স্বাভাবিক ছিল আর আপনার মেয়ের বেলাই অস্বাভাবিক হয়ে গেল…?তাই বলছি ইসলামি বিধান মেনে সঠিক বয়সে সন্তানের বিয়ে দেন আর তাদেরকে ভাল থাকার সুযোগ দেন।আপনাদের সমাজ ব্যাবস্থার জাতাকলে ওদের পিষ্ট করে অবৈধ সম্পর্ক গড়ে পাপ করতে বাধ্য করবেন না।এর দায় ভার কিন্তু আপনাকেই বহন করতে হবে পরকালে।আল্লাহ কিন্তু আপনাকেই আগে পাকড়াও করবে স্মরন রাখবেন…
বিষয়: বিবিধ
২২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন