চেয়ারম্যান সমাচার

লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ২৮ আগস্ট, ২০১৩, ১১:৩৪:৪৭ সকাল

আজকে মঙ্গলবার আমাদের স্থানীয় বাজারের দিন।একটা দোকানে বসে আছি সামনের দিকে তাকিয়ে,অনেককেই দেখছি বাজারে ঢুকতে আবার অনেককেই দেখছি বাজার করে ফিরতে।এরই মধ্যে নজর পড়লো একজন চিরচেনা মানুষের দিকে হ্যা উনি হচ্ছেন আমাদের ইউ পি চেয়ারম্যান।নাম ওনার মোঃ রফিকুল ইসলাম।উনি খুব সাদামাটা মানুষ এক কথায় খুবই ভাল একজন মানুষ।আমি তাকে দেখলাম বাজারে ঢুকতে আবার আমি বসে থাকতে থাকতেই উনি বাজার শেষ করে ফিরে আসলেন।ওনার বাজারের ব্যাগের মধ্যে দেখা যাচ্ছিলো পুইশাকে ভরা।আমি অনেকক্ষন ধরে তাকিয়ে থাকলাম যতক্ষন তাকে দেখা গেল।এই সময় আমার মনে পড়ে গেল আমাদের পাশের ইউ পি চেয়ারম্যান সাহেবের কথা।কিছু দিন আগে আমার এক বড় ভাই আমাকে সাথে নিয়ে ওনার কাছে গেলেন।আমি অবাক হয়েছিলাম ওনাকে দেখে।উনি একটা পুকুরে হুইল ফেলে মাছ ধরছেন আর ওনাকে পাহারা দিচ্ছে আমাদের স্থানীয় ক্যাম্পের এ এস আই সহ আরো কয়েকজন পুলিশ কর্মকর্তা।পুলিশ বাদেও ওনার নিজস্ব দুইজন এ কে ৪৭ ধারী দেহরক্ষি।আরো ৪০ জন মত হবে স্থানীয় কিছু ক্যাডার।মনে মনে ভাবলাম উনিও একজন চেয়ারম্যান কোন এম পি নন।আবার আমাদের চেয়ারম্যানও একজন চেয়াম্যান কোন সাধারণ পাব্লিক নন…

বিষয়: বিবিধ

১৩৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File