অযোগ্য পাত্র

লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ২১ নভেম্বর, ২০১৪, ১০:২৮:৩৪ রাত

যে সমাজে পাত্রের স্মার্টনেস, ফ্যামিলি স্ট্যাটাস, বড় ডিগ্রী, বড় চাকরী, মোটা বেতন আর বাড়ী গাড়ি দ্বারা যোগ্যতা নির্ণয় করা হয় সেই সমাজের পাত্রের বাজারে সত্যি আমি অযোগ্য। তবে আমি এই অযোগ্য পাত্র হয়েও গর্বিত। কারণ আমি কোরআনে বর্নিত একজন সুপাত্রের যোগ্যতা (যা এই সমাজ গুরুত্বহীন মনে করে) অর্জনের চষ্টা করি। এতে কোন পাত্রির পিতা মুগ্ধ না হলেও আফসোস করি না কারণ এতে যে মহান আল্লাহ সুবহানু তায়ালা খুশি হন। যে খুশির কাছে এই পৃথিবীর সমস্ত মানুষের খুশি একেবারেই তুচ্ছ।

বিষয়: বিবিধ

১২৭৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286658
২২ নভেম্বর ২০১৪ রাত ১২:০৮
আফরা লিখেছেন : দুইটার সংমিশ্রন হলে তো আর ভাল তাই না ।এমন তো নয় বড় ডিগ্রী, বড় চাকরী, মোটা বেতন আর বাড়ী গাড়ি থাকলে কোরানে বর্ণিত সুপাত্র হওয়া যাবে না ।
286691
২২ নভেম্বর ২০১৪ রাত ০১:৫৮
বড়মামা লিখেছেন : যারা ডিগ্রী ও মোটা বেতন ওয়ালা পাত্র চায় ঐখানে আপনি যাবেন কেন,যেই বাজারে উপযুক্ত সেই বাজরে যাবেন। কথায় বুজাযায় আপনি লুভী। এমন চিন্তা ভালো না
286742
২২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১৫
হতভাগা লিখেছেন : আপনি ভাই আসল জায়গায় এসে গেছেন । সারা দেশে কোন দ্বীনী পাত্রী না থাকলেও টুমরো ব্লগে দ্বীনী পাত্রী তথা জান্নাতি মেয়েদের ছড়াছড়ি । লেগে থাকেন , আল্লাহ চায় তো পেয়ে যেতে পারেন আপনার কাঙ্খিত পাত্রীকে এখানেই।
১১ জানুয়ারি ২০১৫ রাত ১০:৪৭
242950
মনিরুল এম জেড টি ইসলাম লিখেছেন : ভাই পাত্রী দ্বীনি হইলে তো আরেক সমস্যা, সে যে আবার পিতা মাতার অবাধ্যে বিবাহ করিতে চাহিবে না।
আমি আসলে পাত্রী খুজছি না, বোঝাতে চাচ্ছি সবাইকে যারা মেয়েদের কাছে স্মার্ট সাজার চেষ্টা করে।
১১ জানুয়ারি ২০১৫ রাত ১০:৪৭
242951
মনিরুল এম জেড টি ইসলাম লিখেছেন : ভাই পাত্রী দ্বীনি হইলে তো আরেক সমস্যা, সে যে আবার পিতা মাতার অবাধ্যে বিবাহ করিতে চাহিবে না।
আমি আসলে পাত্রী খুজছি না, বোঝাতে চাচ্ছি সবাইকে যারা মেয়েদের কাছে স্মার্ট সাজার চেষ্টা করে।
১১ জানুয়ারি ২০১৫ রাত ১০:৪৭
242952
মনিরুল এম জেড টি ইসলাম লিখেছেন : ভাই পাত্রী দ্বীনি হইলে তো আরেক সমস্যা, সে যে আবার পিতা মাতার অবাধ্যে বিবাহ করিতে চাহিবে না।
আমি আসলে পাত্রী খুজছি না, বোঝাতে চাচ্ছি সবাইকে যারা মেয়েদের কাছে স্মার্ট সাজার চেষ্টা করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File