একটা মারাত্বক ভুল

লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ১৪ জুলাই, ২০১৩, ১১:১৫:৩৮ রাত

মাজহাবে মাজহাবে ঠেলাঠেলি,মতামতের পেলাপেলি,তর্ক বিতর্কের বলাবলি।এগুলোতে ডুব দিয়ে বহু মুল্যবান জীবন ও সৌভাগ্য নষ্ট হয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবত।কে কি করল,কে কি করল না,এনিয়ে মাথা খাটাতে খাটাতে মাথাটা যে একেবারেই খালি হয়ে গেল।সঙ্গে সঙ্গে আমলও অত্যান্ত ফালতু হয়ে গেল একথা তলিয়ে দেখার অনেকের খেয়াল হয় না।

ঘটনাটা এই রকম।চাচার ছিল ১২ বিঘা জমি।ভাতিজারও ছিল তাই।দুজনের জমির মাঝখানে একটা আল ছিল।দুজনে আল নিয়ে ঠেলাঠেলি করতে করতে ক্রমে ক্রমে ঐ জমি বিক্রি করে মামলা শুরু করে দিল।অবশেষে ঠেলাঠেলির অংশটুকুই বাকি রইল।উভয়ে চুপে চুপে গ্রাহক ঠিক করল ঐ কন্টকিত অংশটুকু বিক্রি করার জন্য।কারণ, মামলা করতে করতে ঘরে তো আর পয়্সা কড়ি কিছুই নাই।ঘটনা ক্রমে উভয় পক্ষের গ্রাহক একই দিনে একই সময়ে চাচা ভাতিজাসহ সেই কন্টকিত জমিতে গিয়ে হাজির হল।গ্রাহকের কাছে গপন কথা গেল ফাস হয়ে।তারা চলে গেল উভয়্কে তিরষ্কার করে।অনাহারক্লিষ্ট,মামলাপুষ্ট চাচা ভাতিজা দুজনে আলের দুপাশে দাড়িয়ে থাকলো খানিকক্ষন,পরে হঠাৎ উভয়ে হাউ মাউ করে কাদতে লাগল,জ্ঞান গেল গন্ডগোল হয়ে।চাচা ও ভাতিজাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলে,ভাই কি হল…সব যে গেল।একটা আধ হাত পাশ আলের জন্য আজ ২৪ বিঘা সম্পত্তি মাত্র ছিল সবই গেল,ভিখারী হয়ে গেলাম।

ইসলামের বিভিন্ন নেহায়েত ছোটখাটো ব্যাপার নিয়ে চাচা ভাতিজার মত তর্ক বিতর্ক এবং ঠেলাঠেল করে আসল ইসলাম রত্ন গুলিয়ে যাচ্ছে।আল্লাহ থেকে মানুষকে পরোক্ষভাবে সরিয়ে নেয়া হচ্ছে।শেষে মরনের আগে আল্লাহহীন জীবন নিয়ে অন্ধকার কবরে যাবার সময় চাচাকে ভাই ডেকে আবোল তাবোল হয়ে কবরে যেতে হবে।

বিষয়: বিবিধ

২৫০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File