রাজনৈতিক আদর্শের কিংবদন্তী
লিখেছেন লিখেছেন আবু মাঈশা ১৪ জুলাই, ২০১৩, ১১:২০:১৭ রাত
আগামীকাল অধ্যাপক গোলাম আযম কে ফাঁসি দেয়া হবে এটা নিশ্চিত। এমনটা উনি নিজে ও আশা করেন। বাংলাদেশে এই ফাঁসির আদেশ প্রদানের মধ্য দিয়ে একটি জীবন্ত রাজনৈতিক আদর্শের কিংবদন্তীকে ফাসি দেয়া হবে। দক্ষিন এশিয়া তথা বিশ্বে অধ্যাপক গোলাম আযম বর্তমান এবং ভবিষ্যত রাজনীতিবিদদের কাছে এক আদর্শ হয়ে থাকবেন। অধ্যাপক গোলাম আযম ই বাংলাদেশের ইতিহাসে একমাত্র রাজনীতিবিদ যিনি একটি দলের প্রধান থাকা অবস্থায় অবসর নিয়েছেন। এমন কি এর নজির সারা বিশ্বে ও খুব কম দেখা যায়। আমাদের দেশে যে দু এক জন বয়সের ভারে রাজনীতি থেকে দূরে আছেন তারা হয়তো দলের প্রধান নেত্রী্র বা নেতার বিরাগ বাজন কিংবা সংস্কার পন্থির ভেড়াজালে পরে এগোতে পারছেন না, মাঝে মাঝে আমরা তার বহিপ্রকাশ দেখি। কিন্তু এমনটি অধ্যাপক গোলাম আযমের বেলায় হয়নি বরং হয়েছে উল্টো। তা হচ্ছে দলের উচ্চ থেকে নিম্ন পর্যায়ের সকল কর্মীদের কাছে অসম্ভব জনপ্রিয় থাকা অবস্থায়, সকলের মতের বিরুদ্ধে তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন।
সুকান্তের একটি কবিতার লাইনের মর্ম হয়তো একমাত্র অধ্যাপক গোলাম আযম ই বুঝে ছিলেন।
"এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"
হতভাগ্য আমরা জাতি হিসেবে হতভাগ্য আমাদের রাজনীতিবিদরা। এমন একটি রাজনৈতিক আদর্শ থেকে শিক্ষা নিতে পারিনি। সারাটা জীবন শুধু নেতা নেত্রী আর পরিবার তন্ত্রের গোলাম হয়েই রইলাম। আদর্শ আর হতে পারলাম না।
বিষয়: বিবিধ
১৮৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন