কালচারাল ফ্যাক্ট

লিখেছেন লিখেছেন আবু মাঈশা ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৫৫:৫৭ রাত

কে কতোটা সভ্য তার বাহ্যিক আচরন থেকে খুব সহজেই অনুমান করা যায়। জাতি হিসেবে আমাদের সাবকন্টিনেন্টাল এর মানুষ গুলির আচরন সব সময়ই আলোচনার একটা কেন্দ্র বিন্দুতে থাকে। ইয়্যুনিভার্সিটিতে থাকা অবস্থায় এক পাকি মেয়ে আর এক ইন্ডিয়ান ছেলের জ্বালায় আমাদের বাংলাদেশীরা খুবই অতিষ্ট ছিলাম। কিন্তু সংখ্যার আধিক্যের কারনে ওরা আমাদের সাথে কখনোই পেরে উঠেনি। মুসলিম স্টুডেন্ট এসোসিয়েশন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে আমরা সব সময়ই ওদের থেকে এগিয়ে ছিলাম। সবচেয়ে চোখে পড়ার বিষয় ছিলো যে কোন প্রতিযোগিতায় অন্যান্য দেশের ছেলে মেয়েরা যখন আমাদের পক্ষে কাজ করতো পাকি আর ইন্ডিয়ানরা সব সময়ই আমাদের বিরোধিতা করতো। গ্রেজুয়েশন শেষ করে কর্মজীবনে ও এই ব্যাপারটি লক্ষনীয়। এখানে একটা বিষয় আমার খুবই ভালো লাগে তা হচ্ছে ওদের তুলনায় সাদারা এবং অন্যান্য দেশের লোকেরা আমাদের বেশী পছন্দ করে(এটা আমার পারসোনার ভিউ থেকে বলছি)। ক্রস কালচারে আমাদের কালচারাল বিষয়গুলি আদান প্রদান করতে গিয়ে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এটা প্রায়ই হয়ে থাকে যে সাদারা মাঝে মাঝে বিভিন্ন দেশের ভাষায় দু একটি শব্দ জানার চেষ্টা করে। যার কারনে ওরা খুব সহজেই সম্পর্কটা অন্যদের সাথে গড়ে তুলতে পারে। বেশীর ভাগ ক্ষেত্রেই ইন্ডিয়ানরা যে শব্দগুলি শিখিয়ে থাকে তা হচ্ছে... বাহে**ত, মা*র চু*, কিছু হিন্দি গানের কলি সহ আরো বাজে টাইপের কিছু শব্দ যা এখানে লিখা সম্ভব না। অন্যদিকে বাংলাদেশীরা যা শিখিয়ে তা এরকম 'কি মজা', 'দারুন', 'কেমন আছেন' 'আসসালামু আলাইকুম' 'ধন্যবাদ', 'স্বাগতম' সহ আরো কিছু ভালো শব্দ। একবার তো এক বিদেশী আমাকে পুরা এক কবিতাই শুনিয়ে দিয়েছিলো যা হচ্ছে 'খোকা ঘুমালো পাড়া জোড়ালো মুরগী এলো দেশে'। আমি ওটা শুনার পর অনেক ভালো ফিল করেছি। আর যে এই কবিতাটি শিখিয়েছে তার জন্য দোয়া করেছি। আর বেশীর ভাগ পাকিস্থানিদের ক্ষেত্রে আমাকে একটি জিনিস খুবই হতাশ করেছে। রিলিজিয়াস পারপাসে ওরা খুবই সেনসিটিভ কিন্তু জাতিগত ভাবে ওদের আচরন ইন্ডিয়ানদের চেয়ে ও খারাপ। অনেক ভালো সম্পর্ক থাকার পরে ও শুধুমাত্র স্বার্থের কারনে ওরা মাঝে মাঝে এমন আচরন করে ফেলে যা আমাকে ওদের প্রকৃত মুসলমান ভাবতে কষ্ট হয়। আর যখন কোন বিষয়ে মতবেদ দেখা দিবে ওরা সব সময় ইন্ডিয়ানদের সাথে মিলে যেয়ে বাংলাদেশীদের বিপক্ষে কাজ করে থাকে।

বিষয়: বিবিধ

১৩০১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183720
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০৭
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : পাকি আর ভারটি দুইটার বদণাম করলেণ?
183747
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল লাগলো, ধন্যবাদ সুন্দর লেখার জন্য
183780
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৮
সজল আহমেদ লিখেছেন : ভাল লিখেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File