আসুন ঘৃণা করি
লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৫৮:০১ সকাল
১)
আপনি তালেবান পছন্দ করেন না। তাইনা ? কারণ আপনার কোন বোনকে তো মার্কিনিরা ধর্ষন করেনি।
২)
আপনি জামায়াত শিবির ঘৃণা কারণ আপনি তো জানেন না, বামরা যখন জাতির মেধাবী ছাত্রগুলোকে মগজ ধোলাইয়ের মাধ্যমে নাস্তিকে পরিনত করছিলো, তখন একজন মাত্র মানুষ তাদের বুদ্ধিবৃত্তিক মোকাবেলার জন্য এগিয়ে এসেছিলো, তিনি মাওলানা মওদুদী। তাতে আপনার কী ? মওদুদীর আবার আকীদা ঠিক নাই।
৩)
আপনি চরমোনাই ঘৃণা করেন। কারণ আপনি জানেন না বরিশালের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর কাছে কোনদিন জামায়াত শিবির বা অন্য কেউ ইসলামের কথা বলে নি, নামাজের কথা বলে নি। যেটুকু বলেছে এই পীর গোষ্ঠী বলেছে। 'ভেদে মারেফত জঘন্য বই' আপনিত শুধু এটুকু বলতেই দায়িত্ব পালন করেন।
৪)
আপনি ক্বওমী ঘৃণা করেন। কারণ আপনার জন্ম তো বৃটিশ আমলে হয় নি। এই বৃটিশদের কাছে কত নির্যাতন সহ্য করে আপনাকে এইসব আলেমরা স্বাধীনতা এনে দিয়েছে তা আপনি জানেন না । আপনিত শুধু হোসাইন আহমাদ মাদানীকে জাতীয়তাবাদী বলেই খালাস।
৫) বেচারা জাকির নায়েক ! ক্যাম্পেবল যখন 'কুরানে ভুল আছে' বলে জিগির তুলল। তখনত জামায়াত, ক্বওমী, পীর, তাবলিগ কেউ ক্যাম্পবলের চ্যালেন্জ গ্রহন করার হিম্মত করল না। কিন্তু তাতে কি ? সমালচনার চাইতে বড় দায়ীত্ব কি আর আছে?
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://m.youtube.com/watch?list=C9CC243F13D44C88&v=QThu1SHsM_c&client=mv-google&gl=US&guid;=&hl=en
প্রত্যেকই যদি নিজেদের জ্ঞান ও অবস্তান থেকৈ ইসলামের জন্য কাজ করে যান তাহলে অনেক দর হলেও উম্মাহর কোন ক্ষতি হয়না। সমস্যা হয় যখন গঠনমুলক কাজ করার পরিবর্তে একজন আরেকজনের দোষত্রুটি নিয়ে বেশি আলোচনা করেন এবং পরস্পরবে দোষারোপ করেরন।
মন্তব্য করতে লগইন করুন