একটি ঘুম পাড়ানি গীতের(গণতন্ত্র) গল্প।
লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ২৪ জুন, ২০১৩, ০৮:৫১:৫০ রাত
আম্লিগঃ প্রজাসকল আমার বড়ই নির্বোধ,বড় অভিমানী…
তাহারা ভুল করিলেও শুধরে নিব,ভুলাইবো সকল দুঃখ কাহিনী।
বিম্পিঃ প্রজাবৎসল আমার জাগিয়া উঠিয়াছে,এইবার ভাঙ্গিয়া করিবে সব ছারখার…
দেখাইবে তাহারা তাহাদের ক্ষমতার ঝঞ্ঝা,
বুঝাইবে গণতন্ত্রের পাওয়ার।
শুশীলঃ ভাল মন্দ সবারই মাঝে,তথাপি চাই একটি সরকার…
যখন যাহারা ক্ষমতাই থাকিবে,করিব তাহাদেরই তাবেদার।
আম পাব্লিকঃ আসিয়াছে সময় বুঝিয়া লইয়াছি, ভাল মন্দের যত ফারাক…
গণতন্ত্রের পাওয়ার আমাদেরই হাতে, করিব বিশ্বকে অবাক।
গণতন্ত্রঃ আমারে লয়েই নিমগ্ন থাকিবে সবে,ইহাই তো আমার কাম্য…
আমারে দিয়াই তো মোর পিতৃগণ,করিবে বিশ্বময় রাজ্য।
আমিঃ ঘুম পাড়ানির গান শুনিয়া মোরা,ঘুমাইয়া যায় প্রতি রাত্রে…
তবে ঘুম ভাঙ্গিলে ফিরে দেখি চাহি,মাছি উড়িছে শুন্য পাত্রে।
রাগিয়া উঠিয়া আমি উদ্যত হই,ভাঙ্গিয়া ফেলিতে সব…
আবার ভাসিয়া আসে ঘুম পাড়ানির গান,থামিয়া যায় সকল কলরব।
N.B. ইহা একটি ঘুম পাড়ানি গীতের(গণতন্ত্র) গল্প,যাহা শুনিয়া আমরা প্রতিনিয়্ত পরম নিশ্চিন্তে ঘুমাইয়া পড়ি।
বিষয়: রাজনীতি
১৫৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন