আলেম ও শিক্ষার্থীদের মর্যাদা কুরআন ও সহীহ হাদীসের আলোকে

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২১ নভেম্বর, ২০১৪, ১১:০০:১০ রাত

আলেমদের মর্যাদায় আল্লাহ তাআলা বলেন: ‌বলুন! যারা জানে এবং যারা না জানে, তারা কি কখনো সমান হতে পারে?'- (সূরা আয যুমার: ৯)

আলেম ও তলেবে ইলমদের (শিক্ষার্থী) অনেক মর্যাদা পবিত্র আল কুরআন  সহীহ হাদীসে রয়েছে। নিচে কুরআন ও হাদীসের আলোকে ইলমের ফযিলত বর্ণনা করা হলো।

সবচেয়ে বেশি মুত্তাকি: আলেমরাই সবচেয়ে বেশি মুত্তাকি (আল্লাহভীরু) ও পাপকাজ থেকে পরহেজ করে চলে। সামাজিক অবস্থা বিবেচনায় এটাই স্বাভাবিক। ( দ্রষ্টব্য: সূরা ফাতির: ২৮)

বেশি উপদেশ গ্রহণকারী: আলেমরাই সবচেয়ে বেশি উপদেশ গ্রহণ করে ও সতর্ক হয়। (দ্রষ্টব্য: সূরা আয যুমার: ৯)

আল্লাহর কাছে মর্যাদাপ্রাপ্ত: আলেম ও তলেবে ইলমগণ আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাপ্রাপ্ত। (পারা:২৮, সূরা ৫৮ আল মুযাদালা, আয়াত: ১১)

কল্যাণপ্রাপ্ত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইিহ ওয়া সাল্লাম বলেছেন: আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের তত্ত্বজ্ঞান (ফিকহ)দান করেন। (দ্রষ্টব্য: বুখারী, মুসলিম, মিশকাত: ১৮৯)

নেতৃত্বে তারা অগ্রগণ্য: আলেমরাই ইমামতি ও জাতির নেতৃত্বে অগ্রগামী বলে বিবেচিত আল্লাহর কাছে। (দ্রষ্টব্য: মুসলিম, রিয়াদুস সালেহীন:৩৫)

আলেমরা ঈর্ষার পাত্র: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইিহ ওয়া সাল্লাম বলেছেন: দুই ব্যিক্ত ছাড়া কারো প্রতি ঈর্ষূা করা যায় না। যাকে আল্লাহ প্রচুর সম্পদ দান করেছেন ও তাকে তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার তাওফিকও দিয়েছেন। আর যাকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন, সে তা দ্বারা ফয়সালা করে (মানুষের মাঝে) ও অন্যকে শিখায়। (দ্রষ্টব্য: বুখারী, মুসলিম, মিশকাত: ১৯১)

জান্নাতের পথে: আলেমরা সব সময় জান্নাতের পথে অবস্থান করে। (মুসলিম, রিয়াদুস সালেহীন: ১৩৮১)

সদাকায়ে জারিয়া: আলেমদের ইলম যা সে মানুষের মাঝে বিতরণ করে তা সদাকায়ে জারিয়ার সওয়াব সমতূল্য। ( মুসলিম, রুয়াদুিস সালেহীন: ১৩৮৩)

আল্লাহর পথে: ইলম অন্বেষণকারী সব সময় আল্লাহর পথে থাকে। ( তিরমিযী)

ফেরশতারা ডানা বিছিয়ে দেন: তলেবে ইলমদের জন্য ফেরেশতারা নিজেদের ডানা বিছিয়ে দেন।

সবাই তাদের জন্য দুআ করে: ইলম অন্বেষণকারীদের জন্য আকাশ ও পৃথিবীর মাঝে যা কিছু আছে সবাই দুআ ও মাগফিরাত কামনা করে। হাদীসে বলা হয়েছে- সাগরের মাছ এমনকি গর্তের পিপীলিকাও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। (আবু দাউদ, তিরমিযী, রিয়াদুস সালেহীন: ১৩৮৭-১৩৮৮)

আলেমরা নবীগণের ওয়ারিস: আলেমরা এই পৃথিবীতে নবীগণের উত্তরাধীকারী। ( তিরমিযী, আবু দাউদ, আহমাদ, ইবনে মাযাহ, মিশকাত: ২০১)

অভিশপ্ত দুনিয়ায় তারা অভিশপ্ত নয়: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইিহ ওয়া সাল্লাম বলেছেন: এই দুনিয়া এবং এই দুনিয়ায় যা কিছু আছে সবই অভিশপ্ত। তবে তারা নয়- আল্লাহর যিকর ও তার আনুগত্য এবং আলেম ও ইলম অন্বেষণকারী। (তিরমিযী)

আলেম শুন্য অবস্থায় মূর্খরা হবে জাতির কর্ণধার: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইিহ ওয়া সাল্লাম বলেছেন:আলেম শুন্য অবস্থায় মূর্খরা হবে জাতির নেতা আর জাতি হবে পথভ্রষ্ট। (বুখারী)

তাই আসুন আমরা ইলম (বিদ্যা) অর্জন করি, ইলম বিতরণ করি ওবং তলেবে ইলম ও আলেমদের সম্মান করি।

বিষয়: বিবিধ

১২৯৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286649
২১ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৪

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আলেম বিদ্যার শিক্ষার্থীরা নিরেট ফাতোয়াবাজ হওয়া ছাড়া ভাল কিছু করে দেখাতে পারেনা।
২২ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৩৮
230208
শেখের পোলা লিখেছেন : কি করতে বলেন? রামদা বাজী না মা-ী বাজী
২২ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৫
230467
সামসুল আলম দোয়েল লিখেছেন : আলেমরা ফতোয়াবাজি (স্রষ্টার বিধানের রায় দেয়)করে, চাপবাজি করে না,ওরা জঙ্গি (যোদ্ধা) তবে রামদা আর চাপাতি দিয়ে সুশীল ছাত্রদের মতো হত্যার উত্সব করে না।
ধন্যবাদ
২২ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৩
230472

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আইসিস, বোকোহারাম, হুজি বাংলাভাই.......??
২৩ নভেম্বর ২০১৪ রাত ০২:১৩
230494
যা বলতে চাই লিখেছেন : আলেম বলতে আপনি কেবলমাত্র মাদ্রাসা শিক্ষিত বুঝেন কেন, এটাতো যতটা বুঝেছি আপনার জন্য কষ্টের কারণ। ইচ্ছা করলে নৈতিকতা, মানবধর্ম, মানবিকতা, কলা, বিজ্ঞান ও আপনার ঘোষিত ধর্ম (সেটি যাই হোক না কেন) অধ্যয়ন করে স্রষ্টা ও সৃষ্টিতত্ত্ব সম্পর্কে নিখুঁত জ্ঞান লাভ করে এবং তদানুযায়ী নিজ জীবন পরিচালনা করে আপনিও হতে পারেন একজন আলেম।
286670
২২ নভেম্বর ২০১৪ রাত ১২:৪২
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
286697
২২ নভেম্বর ২০১৪ রাত ০২:১৫
আবু জারীর লিখেছেন : সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
286727
২২ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৩৯
শেখের পোলা লিখেছেন : সুন্দর হয়েছে। আরও লিখুন৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File