ক্ষমতার সোনার হরিণটা হয় আমাদের করয়াত্বে থাকবে অথবা অবশ্যই তোমাদের হাতছাড়া হতে হবে। পাছে দেশ গোল্লাই যাক!!!!

লিখেছেন লিখেছেন রোজবাড ২৮ আগস্ট, ২০১৩, ১২:২৪:৪২ দুপুর

ক্ষমতার অদূর্দমনীয় আকাঙ্খা এবং জিহবায় লেগে থাকা সেটার সদ্য ও বিগত অতৃপ্ত স্বাদ আমাদের কিছু রাজনীতিবিদদের মধ্যে এমনভাবে পেয়ে বসেছে যেটা হাতছাড়া হয়ে যাওয়ার বা না পাওয়ার আশঙ্কায় তারা যেন আজ অনেকটা ভিক্টর ফ্রাঙ্কেইনস্টাইনের দৈত্যের ভূমিকায় অবতীর্ণ হতে নিজেদেরকে প্রস্তুত করছেন। ক্ষমতার সোনার হরিণটা হয় আমাদের করয়াত্বে থাকবে অথবা অবশ্যই তোমাদের হাতছাড়া হতে হবে এই মনোভাব নিয়েই এরা আজ পরস্পরের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। অবস্থাদৃষ্টে ভাবখানা অনেকটা এমন যে এর চুলচেরা বাত্যই হলেই শুরু হয়ে যাবে প্রতিহিংসা চরিতার্থ করার অনিবার্য লড়াই। যে লড়াইয়ে দুই পক্ষেই থাকবে শুধু পরস্পরের প্রতি ঘৃণা, বিদ্বেষ, বিষাক্ত প্রতিহিংসা পরায়ণতা আর ধ্বংস করার পৈশাচিক তাড়না। যার নিশ্চিত শিকার হবে দেশের শান্তিপ্রিয় জনগন ও সর্বপরি প্রিয় এই স্বদেশ।

সততা, দেশপ্রেম, দুর্নীতিমুক্ত ও সাধা সিধে জীবনের পবিত্র মন্ত্রে তাড়িত হয়ে দেশের ও দেশের মানুষের সত্যিকার কল্যানে ব্রত রাজনীতি মুক্ত এসব নেতা্দের ক্ষমতা না পাওয়ার আশঙ্কায় সম্ভাব্য দৈত্য রূপ পরিগ্রহনে পুরা দেশ জাতি আজ শঙ্কিত!

বিষয়: বিবিধ

১২৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File