হেফাজত নাকি ইসলামী দল!!?

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ২৮ আগস্ট, ২০১৩, ১২:৩৩:৩৮ দুপুর

হেফাজত!!! তুমি নাকি ইসলামি দল। নাকি ইসলামি দলের মুখোশধারী ভণ্ডামী দল। তাতেই তুমি ইসলাম হেফাজত করবে!!? জানোনা তুমি ইসলাম হেফাজত করবে আল্লাহ। আর ইসলাম রক্ষার নামে সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম কর। জঙ্গীবাদ করে বেরাও। সবচেয়ে সাড়ে সাংঘাতিক ব্যাপার তুমি ইসলাম রক্ষার নামে পবিত্র কুরআন শরীফ পুড়িয়েছ। মসজিদে আগুন দিয়েছ। ভাঙচুর করেছ। এই তোমার ইসলাম রক্ষা!!

"ইসলাম রক্ষার নাম করে, হেফাজতের কথা বলে ওই হেফাজত মসজিদে আগুন দিয়েছে। কুরআন শরীফ পুড়িয়েছে। অথচ ইসলাম হেফাজত করবেন আল্লাহ।"

- প্রধানমন্ত্রী কহেন। (এক্ষেত্রে অবশ্য কান্নার অভিনয় করেন না)

দার্শনিকরা একটা কথা কহেন - "ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।"

প্রধানমন্ত্রী, এত্তগুলা ডিগ্রী আপনার। আপনি এই কথাটা জানেন না!? জানলে অবশ্য ল্যাঞ্জার ব্যাপারে সতর্ক হতেন। আপনার উপরোক্ত কথার দ্বারা আরও একবার প্রমাণিত হয় ধর্ম নিয়ে আপনি কতটা তামাশা করেন। আপনি কতটা ধর্মদ্রোহী। আপনার ধর্মদ্রোহীতা দেখার জন্য আমাদেরকে আর 'গজে চড়ে আসা' দেখা লাগবেনা।

কেননা সেদিন রাতে যারা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ 'কুরআন শরীফ' পুড়িয়েছিল এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে আপনি কী ব্যবস্থা নিয়েছেন? আমরা তাদের বিচার চাই। তাদের বিচারের জন্য আপনি কী পদক্ষেপ নিয়েছেন? এতদিন তো তাদের জেল-জরিমানা-ফাঁসি হয়ে যাওয়ার কথা। কেননা তাদের অপরাধ প্রমাণের জন্য কোন মৌখিক স্বাক্ষী 'ভাড়া' করা লাগবেনা। তাদের অপকর্মের ভিডিও চিত্র আছে। পত্রিকায় ছবি আছে। তাহলে ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? আমার জানা নাই।

ব্যবস্থা নিবেন কী করে? কারণ সেই পুড়াপুড়ির ঘটনায় তো আপনার নিজ দলের কর্মীরাই জড়িত। ইনু-মুতিয়ারা যেভাবে বর্তমানে বঙ্গবন্ধুভক্ত, আপনিও একইভাবে কুরআন ভক্ত। একারনে আপনার ভক্তি দেখলে হাসি পায়।

আপনি & আপনারা বলেন ইসলাম হেফাজত করবে আল্লাহ। ফেসবুকে একভাই প্রথমদিকেই বলেছিলেন - আপনার রিজিকও দেয় আল্লাহ। তাহলে রিজিকের সন্ধানে আপনি বের হন কেন? আপনার জীবনের হেফাজতের মালিক আল্লাহ। তাহলে বিষ খেতে এত ভয় কেন? আল্লাহ তো হেফাজতকারী আছেনই।

ভুলে যাবেন না বদর, উহুদ রাজ্যজয়ের জন্য হয়নি। ইসলাম রক্ষার জন্যই হয়েছিল। অবশ্য আপনাদের ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেওয়াটা মনে হয় ঠিকই আছে। কারন আপনারা হযরত মূসা (আঃ) এর সময়কার লোকদের বংশধর, যারা বলেছিল, "তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ কর। আমরা এখানেই বসে থাকব।"

লংমার্চের দিন কিংবা পরের দিন একাত্তর টিভিতে এবিষয়ে টকশোতে দুর সংযোগ দেয়া হয়েছিল হেফাজতে ইসলামের একজন নেতৃস্থানীয়কে। নামটা মনে নাই। তাঁর ভাষায় বলতে হয় -

"ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহর এবং তিনি ইমানদারদের দ্বারাই এর হেফাজত করবেন।"

বিষয়: বিবিধ

১৩৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File