ফিরে এলাম, তারচেয়ে বলা ভাল ফিরে পেলাম!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২১ আগস্ট, ২০১৩, ০৮:১৩:৫৩ রাত
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আমার জীবনে মা-বাবা ব্যতিত, অন্যকারো কাছ থেকে কিংবা অন্যকোনো কিছু থেকে, আমি কোনো কিছুই প্রথম চাওয়াতে পাইনি। চাইতে চাইতে, ধরণা ধরতে ধরতে, অবশেষে পেয়েছি। তবে এই কষ্টকর প্রাপ্তি আমাকে অনেক তৃপ্তি দিয়েছে! আমার স্পষ্ট মনে আছে আমি যখন এসবিতে একাউন্ট করেছিলাম, অসংখ্য ম্যাসেজে আমার আকুতি তুলে ধরেছিলাম। দীর্ঘদিন ওয়েট করেছিলাম তারপর আমি প্রথম পাতায় নির্বাচিত হয়েছিলাম। ঠিক অনুরূপ টুডের বেলাতেও... তাইতো বলি- ফিরে এলাম, তারচেয়ে বলা ভালো ফিরে পেলাম!
যাত্রা শুরু করলাম বিসমিল্লাহ বলে। সবকিছুর পরে কথা হলো একটাই, সময়কে ও শ্রমকে সুষম ব্যবহার করার, স্রষ্টার সন্তুষ্টি অর্জনে ব্যয় করার অঙ্গীকার করলাম! টুডে পরিবারকে জানাই হৃদয় নিংড়ানো ভালোবাসা!
ভালথাকবেন সবাই। শুভ হোক টুডে ব্লগিং......
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন