‘’জান্নাতের মালিকিনি’’
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২১ আগস্ট, ২০১৩, ০৮:১৬:২৫ রাত
আয় সাথীরা আয় পাঠিরা
এলম শিখতে যাই
ইলম শিখে আমল করে
আল্লাহ ও রাসূলের রাজি খুশি চাই।
হৃদয় খানি উজার করে
গাইবো স্রষ্টার প্রশংসা গান।
পর্দা করে থাকবো সদা
তাতে বাড়বে সম্মান।
ইলম শিখে নবী (সঃ) এর
উম্মতকে দিবো দাওয়াত।
সবকিছুই চাইবো প্রভুর কাছে
নিশিতে তুলে দু’হাত।
এক আল্লাহর কাছেই করবো
সবাই নিশি আঁখিপাত।
আল্লাহ যেন সব বান্দাকে
দেন হেদায়াত।
আয় সাথীরা আয় পাঠিরা
এলম শিখে আজ
নতশীরে পরিধান করবো
হিদায়াতের তাজ।
দুনিয়াকে পায়ে দলে
আখেরাত বানাবো দামী।
তবেই তো মুসলমান হবে
জান্নাতের মালিকিনি।
৯ ই মে ২০০৯
বিষয়: বিবিধ
১৭১৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন